মুম্বই: ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দুই বোলার ক্রিস মরিসের অপরাজিত ৫২ ও কাগিসো রাবাদার ৪৪ রানের অসাধারণ ইনিংসও দিল্লি ডেয়ারডেভিলসকে জেতাতে পারল না। ব্যর্থ হল তাঁদের লড়াই। ১৪ রানে ম্যাচ জিতে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে মু্ম্বইও বড় রান করতে ব্যর্থ হয়। ৮ উইকেটে ১৪২ রান করে রোহিত শর্মার দল। জোশ বাটলার ২৮, কিয়েরন পোলার্ড ২৬ ও হার্দিক পাণ্ড্য ২৪ রান করেন। দুটি করে উইকেট নেন অমিত মিশ্র ও প্যাট কামিন্স।



রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে দিল্লি। ২৪ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায়। একে একে ফিরে যান সঞ্জু স্যামসন (৯), আদিত্য তারে (০), করুণ নায়ার (৫), শ্রেয়াস আইয়ার (৬), কোরে অ্যান্ডারসন (০), ঋষভ পন্থ (০)। রাবাদা ও মরিস ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান দু অঙ্কের রান করতে পারেননি। মিচেল ম্যাকক্লেনাঘান তিনটি এবং যশপ্রীত বুমরাহ দুটি উইকেট নেন। ৭ উইকেটে ১২৮ রান করে দিল্লি।