ঢাকা: বাইশ গজে তাঁকে ঘিরে অস্বস্তির মেঘ যেন কিছুটা কাটিয়ে উঠলেন শোয়েব মালিক (Shoaib Malik)। বিতর্ক দূরে সরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে ফিরছেন তিনি। ২ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের শিবিরে ফের যোগ দেওয়ার কথা পাকিস্তানের অলরাউন্ডারের। ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচেও খেলবেন তিনি।


কেন টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মালিক, আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'ফরচুন বরিশালে আমার খেলার জায়গা নিয়ে সব জল্পনা দূর করতে চাই। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং কীভাবে এগোব সেটাও ঠিক করা হয়েছে। দুবাইয়ে আগে থেকে ঠিক করা একটা কাজে আমাকে যেতে হয়েছিল।'


বরিশালের হয়ে তিন ম্যাচে ৬ নম্বরে ব্যাট করেছেন মালিক। সেই তিন ম্যাচে তিনি করেছেন ৭, অপরাজিত ৫ ও অপরাজিত ১৭ রান। প্রথম দুই ম্যাচে এক ওভার করে বল করলেও তৃতীয় ম্যাচে বল করার সুযোগ পাননি।


সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে বিচ্ছেদ এবং সানা জাভেদের (Sana Javed) সঙ্গে বিয়ের রেশ এখনও মেলায়নি। তার আগেই বিস্ফোরক অভিযোগ উঠেছিল পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের (Shoaib Malik) বিরুদ্ধে।


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) গড়াপেটায় জড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল শোয়েবের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ তুলেছিলেন স্বয়ং ফ্র্যাঞ্চাইজি মালিক। যদিও পরে তিনি বয়ান পাল্টান। জানিয়েছিলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে শোরগোল শোয়েবকে ঘিরেই।


খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি ‘নো বল’, সেটাও ওভার স্টেপিংয়ের কারণে! এরপর ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই দুবাই চলে যান শোয়েব। সেখান থেকে এজেন্টের মাধ্যমে জানান, বিপিএলে তিনি আর খেলবেন না। তারপর থেকেই শুরু হয় জলঘোলা। বিপিএলে শোয়েবের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান একটি সাক্ষাৎকারে জানান, এই তিন নো বলের দিকে খেয়াল রাখা উচিত দুর্নীতি দমন শাখার। সংবাদমাধ্যমে এমনও সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে অফস্পিনার হয়েও ওভার স্টেপিংয়ের কারণে মালিকের ওই তিনটি ‘নো’ বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ থাকতে পারে। মালিক হয়তো ইচ্ছে করেই এটা করেছেন। যে জল্পনা বেড়ে যায় টিম মালিকের কথায়। যদিও অভিযোগ উড়িয়ে দেন শোয়েব।


 


আরও পড়ুন: আইসিসি নিয়ে জল্পনার মাঝেই ফের এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত জয় শাহ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে