মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব। ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সকলেই জানেন যে, বকলমে তিনিই ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নির্ধারণ করেন। সে যতই খাতায় কলমে রজার বিনি প্রেসিডেন্ট হোন না কেন।


সেই জয় শাহ (Jay Shah) এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রেসিডেন্ট হিসাবে আর একটি মেয়াদকাল পেলেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য এসিসি প্রেসিডেন্ট হলেন জয়।


বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন বলেই খবর। ফলে তৃতীয়বার এসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। যাঁর আর একটি পরিচয়, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। জয় শাহর আগে এশীয় ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।


২০২১ সালে প্রথমবার জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি নিযুক্ত হন। তখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন জয় শাহ। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যায়, এশিয়ান ক্রিকেটের শীর্ষ পদে সে সময় সৌরভেরই (Sourav Ganguly) বসার কথা ছিল। তাঁর অসুস্থতার জন্যই জয় শাহকে এশীয় ক্রিকেট সংস্থার শীর্ষ পদে বসানো হয়। এরপর ২০২২ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। এবার আরও এক বছরের জন্য জয় শাহর কাজের মেয়াদ বাড়ল।                    


যদিও কয়েকদিন ধরেই কোনও কোনও সূত্র থেকে বলা হচ্ছিল যে, এবার আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন জয়। সেই কারণে তিনি হয়তো এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান পদ থেকে সরেও যেতে পারেন। যদিও জয় শাহ বা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবশালী মহল থেকে সেই সম্ভাবনার কথা কখনওই সরাসরি বলা হয়নি বা স্বীকার করা হয়নি।                                        


আরও পড়ুন: সিরিজে এগিয়ে ইংল্যান্ড, তবুও হায়দরাবাদের পিচকে 'ভয়ঙ্কর' বললেন বেন ফােকস


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে