কোচি ও মারগাও: কোচিতে স্যাটারডে ব্লকবাস্টার। জয় দিয়েই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল। গ্রুপ ডি-র ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারাল সেলেকাওরা। অন্যদিকে, গোয়ায় গ্রুপ সি-র ম্যাচে জয় পেল জার্মানিও। গ্রুপ সি-র ম্যাচে কোস্টারিকাকে ২-১ গোলে হারাল জার্মানি।

এদিন ম্যাচের শুরুটা ভাল করেনি ব্রাজিল। ৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের পিছিয়ে পড়েছিল সেলেকাও ব্রিগেড। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় নেইমারের উত্তরসূরীরা। সাম্বার জালে আটকে যায় তিকিতাকা। পলিনহো ও ব্রেনার ক্রমশঃ স্প্যানিশ পেনাল্টি বক্সের সামনে ভয়ঙ্ককর হয়ে ওঠেন। ২৫ মিনিটের মাথায় স্প্যানিশ ডিফেন্সের ভুলের ফায়দা তুলে গোল করে যান লিঙ্কন। ৪৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান পলিনহো।



সিনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি অবশ্য গোটা ম্যাচে আধিপত্য নিয়েই জিতল। প্লে-মেকার নিকোলাস কুয়েন ও জার্মান নক্ষত্র জান-ফিয়েত আর্প বারবার ভয়ঙ্কর হয়ে উঠছিলেন প্রতিপক্ষের বক্সে। ২১ মিনিটের মাথায় কুয়েনের ডিফেন্স-চেরা পাস থেকেই গোল করে যান জান-ফিয়েত। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোস্টারিকার আন্দ্রেস গোমেজ। ম্যাচ যখন ড্র-এর দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছিল, তখনই গোল করে দেশকে জয় এনে দিলেন নোয়া।Kochi