রিও দে জেনেইরো: ফের বিশ্ব ফুটবল মহলে উদ্বেগ। ফের সংকটজনক ফুটবল সম্রাট পেলে (Pele)।


রিও দে জেনেইরোর যে হাসপাতালে পেলে ভর্তি রয়েছেন, সেই অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিংবদন্তি খেলোয়াড়ের শরীরে বাসা বাধা ক্যান্সার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। গত নভেম্বর মাস থেকে তিনি হাসপাতলে ভর্তি‌। অসুস্থতার জন্য এবছরের বড়দিন তাঁকে হাসপাতালেই কাটাতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পেলের মেয়ে কেলি জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য এবছর বাড়ির বড়দিনের অনুষ্ঠান তাঁরা বাতিল করছেন। হাসপাতালেই বড়দিন পালন করবেন তাঁরা।


বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে। জানা গিয়েছিল তাঁর দেহে বাসা বাধা ক্যান্সার অন্তিম পর্যায়ে পৌঁছেছে। তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সংকটজনক অবস্থা থেকে তিনি ফিরেও এসেছিলেন। নিজেই পোস্ট করে জানিয়েছিলেন সেকথা। বিশ্বকাপে তিনি যে খেলা দেখছেন, একাধিক পোস্টে সেটা জানিয়েছিলেন পেলে। নেমারদের মানসিকভাবে চাঙ্গা করতেও পোস্ট করেছিলেন তিনি। লিওনেল মেসিরা চ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন। কিন্তু ফের অবস্থার অবনতি হয়েছে পেলের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্তিম পর্যায়ে রয়েছে তাঁর ক্যান্সার। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না। সংকটে রয়েছেন তিনি।


 






আচমকাই পেলের শারীরিক অবস্থার অবনতি হল। বুধবার রিও দে জেনেইরো হাসপাতাল থেকে পেলের শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ক্যানসারের বিরুদ্ধে পেলের লড়াই আরও কঠিন হয়েছে। ক্যানসারের পাশাপাশি হৃদযন্ত্র এবং মূত্রনালির সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর শ্বাসপ্রশ্বাসেও সমস্যা রয়েছে।


আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ