নয়াদিল্লি: সদ্যই লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা ফুটবল দল। অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। আর্জেন্তাইন কিংবদন্তিকে গোটা বিশ্বের বিভিন্ন স্তরের লোক ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছে। এবার আর্জেন্তিনার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীতা ভুলে মেসিকে অবিস্মরণীয় করতে আগ্রহী ব্রাজিলও। 


মেসিকে চিঠি


আট বছর আগে জার্মানির বিরুদ্ধে মারাকানা স্টেডিয়ামে (Maracana Stadium) ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির। সেই মারাকানা স্টেডিয়ামে রাখা হতে পারে মেসির পায়ের ছাপ। রিওর স্পোর্টস সুপারইনটেন্ডেসের সভাপতি আদ্রিয়ানো স্যান্টোসই মারাকানা স্টেডিয়ামের দায়িত্বে রয়েছেন। তিনিই আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফে মেসিকে তাঁর পায়ের ছাপ চেয়ে এক চিঠি পাঠিয়েছেন।


সেই চিঠিতে লেখা, 'মাঠ হোক বা মাঠের বাইরে, মেসি সর্বত্রই নিজের আধিপত্য বিস্তার করেছেন। মেসি বহু বছর ধরে ফুটবল বিশ্বে একদম শীর্ষস্তরে রয়েছেন এবং খেলা চালিয়ে যাচ্ছেন। মারাকানারও তাই ওঁকে যোগ্য সম্মান দেওয়াটা উচিত। দিনের শেষে ফুটবল পায়ে মেসি একজন জাদুকর।' মেসি যদি এই আমন্ত্রণ স্বীকার করেন, তাহলে তিনি কিংবদন্তির পাশে তাঁরও পায়ের ছাপ শোভা পাবে মারাকানায়। ওই স্টেডিয়ামে ইতিমধ্যেই পেলে, রোনাল্ডো (ব্রাজিলিয়ান), ইউসেবিও, বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের পায়ের ছাপ রয়েছে।


বিতর্কে মার্তিনেজ


কাতার বিশ্বকাপে (Qatar 2022) দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা কিপারের স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লাভস। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তবে গোল্ডেন গ্লাভস হাতে পেয়েই তাঁর সেলিব্রেশন অশ্লীল ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে সমালোচনার ঝড় উঠেছিল। ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে। বিশ্বকাপের ফাইনালের পরে সোনার গ্লাভস হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে বিতর্কে দিবু মার্টিনেজ।


কাতার থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর বুয়েনস আইরেসে মেসিদের ঘিরে উন্মাদনার ঢল নামে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে আর্জেন্তিনার রাজধানীর বিখ্যাত মিনার ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে হুডখোলা বাসে বিজয়যাত্রা করেন লিওনেল মেসিরা। কাতারে কাতারে মানুষ বিশ্বজয়ী দলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সেই শোভাযাত্রাতেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্তিনেজ।


একটি পুতুল ধরেছিলেন আর্জেন্তিনার গোলকিপার। সেই পুতুলের মাথায় ছিল এমবাপের মুখ। দিবু নামে সতীর্থদের কাছে পরিচিত গোলকিপার সমর্থকদের উদ্দেশে ডান হাত নাড়ছিলেন। আর বাঁ-হাতে বুকের কাছে ধরে রেখেছিলেন এমবাপের মুখ বসানো শিশু পুতুলটি। যাতে সকলে সেটি দেখতে পান। মনে করা হচ্ছে, লাতিন আমেরিকার ফুটবল নিয়ে পরিহাস করা এমবাপের ওপর ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন এমিলিয়ানো। যা থেকে তৈরি হয়েছে নতুন বিতর্ক।


আরও পড়ুন: কলকাতার মাঠ হোক বা খাবার, অভিযোগ করেননি মেসি, আর্জেন্তিনার বাংলা সফরের স্মৃতি