লন্ডন : ক্যামেরুন ম্যাচে পায়ে চোট পেয়ে শেষ হয়ে গিয়েছে এবারের মতো বিশ্বকাপ (World Cup 2022) অভিযান। যার পর গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus) ফিরে গিয়েছিলেন লন্ডনে। বুধবার ডান হাঁটুর অস্ত্রোপচার হয়েছে আর্সেনালের (Arsenal) স্ট্রাইকারের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সফল অস্ত্রোপচারের পর রিহ্যাব প্রক্রিয়া শুরু হয়েছে গ্যাবির। ক্লাবের সকলে ওঁর সঙ্গে রয়েছে। ওঁর সঙ্গে বাকি সকলের প্রচেষ্টা থাকবে যাতে তাড়াতাড়ি ও মাঠে ফিরতে পারে।'
প্রসঙ্গত, চলতি মরসুমে আর্সেনালের জার্সিতে ২০ ম্যাচে ৫ গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। চলতি মরসুমের শুরুতেই ম্যাঞ্চেস্টার সিটি থেকে আর্সেনালে পাড়ি দিয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে থাকার পর মাঝে বিশ্বকাপেও তিনি ঝলসে উঠবেন বলেই প্রত্যাশা ছিল। কিন্তু ক্যামেরুনের কাছে ব্রাজিল ০-১ গোলে হারের দিন টিটের দল আরও বড় ধাক্কাও খেয়েছে। ডান হাঁটুতে বড়সড় চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন জেসুস। পরে জানা যায়, ডান হাঁটুর চোটের জেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ তাঁর। যার পরই অস্ত্রোপচার ও রিহ্যাব প্রক্রিয়ার মাঝে থাকার জন্য কাতারে বিশ্বকাপের মঞ্চ ছেড়ে লন্ডনে ফিরে যান জেসুস।
দুরন্ত ব্রাজিল