ইতালিতে গণধর্ষণের মামলায় রবিনহোর ৯ বছরের জেল
Web Desk, ABP Ananda | 24 Nov 2017 07:08 PM (IST)
মিলান: ইতালিতে এক যুবতীকে গণধর্ষণ করার দায়ে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রবিনহোর ৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এই ঘটনায় আরও চারজনকে দোষী সাব্যস্ত করেছে ইতালির আদালত। তবে রবিনহো ছাড়া বাকিদের সাজা এখনও জানা যায়নি। ইতালির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারিতে ২২ বছর বয়সি ওই আলবানিয়ান যুবতীকে জোর করে মদ খাইয়ে অচেতন করে দিয়ে গণধর্ষণ করেন রবিনহোরা। সেই সময় রবিনহো সিরি এ দল এসি মিলানের হয়ে খেলছিলেন। সেই অপরাধ প্রমাণিত হয়েছে। সেই কারণেই রবিনহোকে সাজা দেওয়া হল। রবিনহো অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।