নয়াদিল্লি: রাজধানীর যন্তর মন্তর চত্বর এতদিন সরগরম হয়ে থাকত তাঁদের প্রতিবাদ কর্মসূচিতে। এখানেই দিনের পর দিন খোলা আকাশের নীচে বসে থেকেছেন তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়ে। আর সেখানেই কি না প্রতিবাদ হল খোদ সাক্ষী মালিক, বজরঙ্গ পুনিয়া, বিনেশ ফোগতদের বিরুদ্ধে! করলেন কারা? দেশের শ'খানেক কুস্তিগীর।
দেশের তারকা পালোয়ান বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগতের (Vinesh Phogat) বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তরুণ কুস্তিগীররা। দাবি করলেন, বজরঙ্গ-সাক্ষীদের আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের কেরিয়ার। যদিও এই বিষয়টিকে ব্রিজভূষণ শরণ সিংহের ষড়যন্ত্র বলেই মনে করছেন সাক্ষী মালিক। অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর জানিয়েছেন, তাঁর পরিবারকেও খুনের হুমকি দিচ্ছেন ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh)। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে লাগাতার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন সাক্ষী।
বুধবার দেশজুড়ে প্রতিবাদে শামিল হন তরুণ কুস্তিগীররা। মূলত তিন পদকজয়ী কুস্তিগীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেই তাঁদের এই প্রতিবাদ। তরুণ কুস্তিগীরদের দাবি, তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন তিন তারকা। ফেডারেশনের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার ফলে আখেরে তরুণ কুস্তিগীরদের সমস্যা বাড়ছে।
যদিও গোটা প্রতিবাদকে ব্রিজভূষণের সাজানো বলে তোপ দেগেছেন সাক্ষী। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন, “ব্রিজভূষণের একটা আইটি সেল রয়েছে। সেখান থেকেই ভুল বোঝানো চলছে। প্রথম থেকেই আমাদের আন্দোলন চলাকালীন অনেক নেতিবাচক মন্তব্য করেছেন ব্রিজভূষণ।”
ব্রিজভূষণের বিরুদ্ধে তোপ দেগেছেন সাক্ষী। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীরের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য অবসর নেওয়া সাক্ষী বলেন, “গত তিনদিন ধরে ব্রিজভূষণের গুণ্ডারা আমাদের ভয় দেখাচ্ছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমার মাকে। লোকে আমার বাড়িতে ফোন করে ভয় দেখাচ্ছে। আমাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই হেনস্থা করছেন।”
আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে