বার্মিংহাম: গতবার ইংল্যান্ড সফরে সাফল্য পাননি। সেই কারণে অনেক সমালোচনা হয়েছিল। এবারের সফরে সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের প্রথম টেস্টে দলের প্রয়োজনের মুহূর্তে অসাধারণ শতরান করে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন তিনি। একা লড়াই করে কোণঠাসা অবস্থা থেকে দলকে লড়াই করার জায়গায় নিয়ে এলেন বিরাট। তাঁর ২২৫ বলে ১৪৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই ঘুরে দাঁড়াল ভারতীয় দল। টেস্টে এটি বিরাটের ২২-তম শতরান। তিনি এদিন ২২টি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন। আদিল রশিদের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের অধিনায়ক। ভারতীয় দল ২৭৪ রানে প্রথম ইনিংস শেষ করে। দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৯। অ্যালেস্টার কুককে (০) ফিরিয়ে দিয়েছেন প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড এখন ২২ রানে এগিয়ে। ক্রিজে কিটন জেনিংস (৫)।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসের শুরুটা ভাল করেও, পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। আজ মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতীয় দলের রান ছিল ৩ উইকেটে ৭৬। ফিরে যান দুই ওপেনার মুরলী বিজয় (২০) ও শিখর ধবন (২৬) এবং তিন নম্বরে নামা লোকেশ রাহুল (৪)। তিন উইকেট নেন স্যাম কুরান। দিনের দ্বিতীয় সেশনে রাহানেকে (১৫) ফেরান বেন স্টোকস। এরপর কোনও রান না করেই ফিরে যান দীনেশ কার্তিক। হার্দিক পাণ্ড্য (২২) লড়াই করছিলেন। তবে তিনি কুরানের চতুর্থ শিকার হন। চা-পানের বিরতির সময় ভারতীয় দলের রান ছিল ৬ উইকেটে ১৬০। বিরাট ৫৩ ও অশ্বিন ৬ রানে অপরাজিত ছিলেন। এরপর অশ্বিনকে (১০) ফেরান জেমস অ্যান্ডারসন। তিনিই মহম্মদ শামিকে (২) আউট করেন। আদিল রশিদের বলে আউট হন ইশান্ত শর্মা (৫)। উমেশ যাদব ১ রানে অপরাজিত থাকেন।
গতকাল দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৯ উইকেটে ২৮৫। আজ স্কোরবোর্ডে আরও ২ রান যোগ হওয়ার পরই মহম্মদ শামির বলে আউট হয়ে যান কুরান। তিনি ২৪ রান করেন। ২ রান করে অপরাজিত থেকে যান জেমস অ্যান্ডারসন। রবিচন্দ্রন অশ্বিন ৬২ রান দিয়ে ৪, শামি ৬৪ রান দিয়ে ৩ এবং ইশান্ত শর্মা ও উমেশ যাদব একটি করে উইকেট নেন।
ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দেওয়ার পর ভারতের ইনিংসের শুরুটা ভাল করেন বিজয় ও ধবন। কিন্তু দলের ৫০ রানের মাথায় বিজয় কুরানের বলে বিজয় এলবিডব্লু হওয়ার পরেই ভারতীয় ইনিংসে সাময়িক ধস নামে। এই ওভারেই ফিরে যান রাহুল। তিনি ক্রিজে এসে প্রথম বলে বাউন্ডারি মারার পর দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান। ভারতীয় দলের ৫৯ রানের মাথায় কুরানের তৃতীয় শিকার হন ধবন। একে একে সঙ্গীরা ফিরে গেলেও, চার নম্বরে নামা বিরাট শেষপর্যন্ত লড়াই চালিয়ে যান।
বিরাট কোহলির অনবদ্য ১৪৯, ২৭৪ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, দিনের শেষে ইংল্যান্ড ৯/১
Web Desk, ABP Ananda
Updated at:
02 Aug 2018 04:15 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -