সৌমিত্র রায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: গত ১৫ আগস্ট 'পদ্মশ্রী', 'অর্জুন' পুরষ্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর (Bula Choudhary) হিন্দমোটরের বাড়িতে পদক চুরির ঘটনা সামনে এসেছিল। গোটা জীবনের কামানো সাফল্য, পদক চুরি গিয়েছে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। চুরি যাওয়া প্রায় তিনশো পদকের মধ্যে দিন দু'য়েক আগেই ২৯৫টি পদক উদ্ধার হয়েছিল। এবার পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরও ১৩টি পদক উদ্ধার করল পুলিশ।
এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ সামিম সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দমোটরের দেবাই পুকুরে বুলা চৌধুরীরা এখন আর থাকেন না। তবে ওই বাড়িতেই তাঁর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারে মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল। সেই পদ্মশ্রী পদকসহ প্রায় তিনশোটি পদকই বাড়ির পিছনে দরজা ভেঙে চোরেরা বাড়িতে ঢুকে নিয়ে গিয়েছিল।
পুলিশ তদন্তে নেমে অভিযোগের দু'দিনের মধ্যে একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার হয়। বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি ।শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। আরো দু'জনকে গ্রেফতার করে।
পুলিশ মনে করছে শেখ সামিমই মূল অভিযুক্ত। তার কাছ থেকে ১৩ টি পদক উদ্ধার হয়েছে । পদ্মশ্রী ছোটো পদকটিও উদ্ধার করেছে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহম্মদ চাঁদকেও গ্রেফতার করা হয়েছে। আজ বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ। হারানো পদ্মশ্রী পদক পেয়ে তাঁর চোখে মুখে উচ্ছ্বাস ও স্বস্তি ফুটে উঠে। আবার সেই পদক গলায় পরে দেখেন প্রাক্তন জাতীয় সাঁতারু।
উচ্ছ্বসিত বুলা এত দ্রুত তাঁর পদক উদ্ধার করার কৃতিত্বের জন্য পুলিশকেও পদক দেওয়া উচিত বলে মনে করেন। তিনি বলেন, 'ছয় বছর বয়স থেকে সাঁতার কেটেছি। সাত সমুদ্র পার করেছি। সাফ গেমস, এশিয়ান গেমসেও দেশের হয়ে পদক জিতেছি। সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন, পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হল, তখন আমার খুবই খারাপ লেগেছিল। তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে। এর জন্য পুলিশকেও কিন্তু মেডেল দেওয়া উচিত। এক একটা পদক জিততে যে কত পরিশ্রম করতে হয়েছে, তা আমি জানি। তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি, জিতেছি গোটা দেশের জন্য। এই পদক সবার। তবে এখনও পর্যন্ত খোয়া যাওয়া মোট ৩০৮ টি পদক পুলিশের তরফে উদ্ধার করা হলেও, আরো কয়েকটা এখনও পাওয়া যায়নি। অবশ্য পুলিশ যে ভাবে কাজ করেছে আমি ভীষন খুশি।'