সাউদাম্পটন: খাতায় কলমে তো বটেই বুধবার মাঠেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন জসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি স্মরণীয় বিশ্বকাপ অভিষেক করেছেন তিনি। দশ ওভার, ৩৫ রান, সঙ্গে হাসিম আমলা ও কুইন্টন ডি ককের মতো ২টি উইকেট। রয়েছে একটি মেডেনও। এই পারফর্ম্যান্সের পর বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলারকে সমীহ না করা ছাড়া আর কী উপায়ই বা থাকে বিপক্ষের। তাই কোনও রাখঢাক না করেই প্রোটিয়া ওপেনার হাসিম আমলা জানিয়ে দিলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বুমরাহই। সঙ্গে নিলেন দলেরই সতীর্থ কাগিসো রাবাদার নামও।
আমলার মতে এই মুহূর্তে ভারতীয় স্পিডস্টার জসপ্রিত বুমরাহ ও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাই বিশ্বের সেরা বোলার। ২ জনেরই পেস আছে। ২ জনই ধারাবাহিক ভাবে বল করতে পারে। এবং ২ জনই ম্যাচের যে কোনও পরিস্থিতিতে বল করার ক্ষমতা রাখে। এই তিন গুণের অধিকারী হওয়ার কারণেই বিশ্বসেরার তকমা বুমরাহ ও রাবাদাকে দিয়েছেন আমলা।
বুধবার, সাউদাম্পটনে হারলেও ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে আগুনে বোলিং করতে দেখা যায় রাবাদাকে। তাঁর বলে ডুপ্লেসি রোহিতের ক্যাচ না ফেললে খেলার ফল হয়ত অন্যরকমও হতে পারত। ভারতের বিরুদ্ধে দশ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি।