মুম্বই: আর কিছুদিন পরেই ঢাকে কাঠি পড়তে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)। ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ১৬ অক্টোবর থেকে সেখানে প্রস্তুতিতেও নেমে পড়বেন রোহিত, বিরাটরা। কিন্তু দলের ২ তারকা ক্রিকেটারের চোটের জন্য টুর্নামেন্টের আগে ছিটকে যাওয়া চিন্তা বাড়িয়ে ভারতীয় শিবিরে। রবীন্দ্র জাডেজার পর যশ্রপ্রীত বুমরাও নেই। তবে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন যে, এই পরিস্থিতিতে ভারতীয় দল নতুন কোনও চ্য়াম্পিয়নকে পেয়ে যেতে পারে। 


কী বলছেন শাস্ত্রী?


সম্প্রতি এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ''ভারতীয় দলে যথেষ্ট গভীরতা রয়েছে এবং দলটি যদি টুর্নামেন্টটি ভাল ছন্দে শুরু করতে পারে তবে তারা শেষ অবধি পৌঁছে বিশ্বকাপ জিততেও পারে।'' প্রাক্তন ভারতীয় কোচ আরও বলেছেন, “যদিও বুমরা এবং জাডেজার অনুপস্থিতি দলকে সমস্যায় ফেলবে, তবে এটি দলের তরুণদের জন্য একটা বড় সুযোগ যে বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণ করে পাকাপাকিভাবে তারকা হয়ে ওঠার। কেউ আপনার জন্য আলাদাভাবে প্রস্তুত হবে না এবং আপনার দলকে দুর্বল ভাববে। এর চেয়ে বড় প্রত্যাঘাতের সুযোগ আর পাওয়া যাবে না।”


স্ট্যান্ডবাই তালিকায় থাকা চাহারও অনিশ্চিত


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে ফের চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অনুশীলনের সময় গােড়ালিতে চোট পেয়েছিলেন দীপক চাহার। আগামী ২ ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন তিনি। সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডেও হয়ত জায়গা হবে না তাঁর। যদিও টিম ইন্ডিয়ার মূল দলে ছিলেন না তিনি। কিন্তু স্ট্যান্ডবাই হিসেবে চাহারের নাম ছিল। উল্লেখ্য, প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই দলের একাদশে ছিলেন না দীপক চাহার। 


আগেই চোটের জন্য যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবার স্ট্যান্ডবাই তালিকায় থাকা দীপক চাহারের চোটও চিন্তা বাড়়াল টিম ম্যানেজমেন্টের। বুমরার বিকল্প হিসেবে মহম্মদ শামিকেই ভাবা হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে হয়ত তিনি অস্ট্রেলিয়াও উড়ে যাবেন।


এদিকে, গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা চেন্নাই সুপার কিংসের মুকেশ কুমার ও রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেট বোলারদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।