বার্বাডোজ: তিনি কবে ফিরবেন তা নিয়ে সবার কৌতূহল ছিলই। অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরলেন যশপ্রীত বুমরা। একেবারে অধিনায়ক হিসেবে। আর প্রথম সিরিজেই জয় ছিনিয়ে নিয়েছেন। নিজে বল হাতেও সাফল্য পেয়েছেন। এশিয়া কাপের আগে বুমরার ফর্মে থাকা নিঃসন্দেহে ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে। সামনে বিশ্বকাপ। সেখানেও বুমরার পারফরম্য়ান্স বড় গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য। কিংবদন্তি প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কার্টলি অ্যামব্রোজও মনে করেন যে বুমরা দলে আসায় ভারতীয় বোলিং ডিপার্টমেন্টের ভারসাম্য বেড়েছে। 


এক সাক্ষাৎকারে কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার বলেন, ''যশপ্রীত বুমরা দুর্দান্ত একজন বোলার। ভারতীয় দলে ও আবার ফিরে এসেছে। এর ফলে ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টের ভারসাম্য বেড়েছে। বিশ্বকাপে ওর উপস্থিতি ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার করে তুলেছে। ডেথ ওভারে যশপ্রীত বল করবে। আর সেই বোলিংয়ের সামনে খেলা যে কোনও ব্যাটারের পক্ষেই ভীষণ চ্যালেঞ্জের। তবে কামব্যাক কখনওই সহজ হয় না। বুমরাকেও হয়ত অনেক সমস্যার মধ্যে পড়তে হবে শুরুতে। তবে বিশ্বকাপের আগে ছন্দ ঠিকঠাক পেয়ে গেলেও ভারতের জন্য প্লাস পয়েন্ট।''


শাদাবের হুঁশিয়ারি


তে চলেছে আগামী ২ সেপ্টেম্বর থেকে। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। ২২ গজে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তাপ ছড়াবেই। আর তার থেকে বড় কথা মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে যায় মাঠের বাইরের লড়াই। যেই লড়াইয়ের আঁচ মিলেছিল প্রধান নির্বাচক অজিত আগরকরের মন্তব্যে। এবার তার পাল্টা হুঁশিয়ার দিয়ে দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। এশিয়া কাপের স্কোয়াড ঘােষণার সময় ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচককে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের পেস ফলা হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের কীভাবে সামলাবে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তার উত্তরে আগরকর বলেছিলেন যে বিরাট কোহলি সেই দায়িত্ব নিয়ে নেবে। এই বক্তব্যে কানে গিয়েছে শাদাম খানেরও। 


আফগানিস্তান সিরিজের পর পাক তারকা অলরাউন্ডার বলছেন, ''এটা নির্ভর করে টুর্নামেন্টের নির্দিষ্ট দিনে কী হয় তার ওপর। এখন ভারত বা যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু সেগুলো শুধুই কথা। কারণ কেউ যাই বলুক না কেন তা আমাদের কর্মকান্ডকে প্রভাবিত করবে না। তাই প্রতিযোগিতাটি হলে কী হয় তাও আমরা দেখতে চাই।''