নয়াদিল্লি: ভারত ও মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরাহকে বর্তমানে বিশ্বের সেরা টি-২০ বোলারের তকমা দিলেন জোফ্রা আর্চার। রাজস্থান রয়্যালসের এই মিডিয়াম পেসার বলেছেন, ‘আমি বুমরাহকে খুব পছন্দ করি। আমার পছন্দের তালিকায় একজন স্পিনার আছে। সে হল রশিদ খান। টি-২০ ক্রিকেটে আমি, বুমরাহ ও রশিদ তিন সেরা বোলার।’


বার্বাডোজে জন্মানো জোফ্রা সাত বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। ফলে তিনি শীঘ্রই ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন। সারা বিশ্বে টি-২০ লিগগুলিতে এই বোলারের চাহিদা তুঙ্গে। এখনও পর্যন্ত ৮২টি টি-২০ ম্যাচে ১০৫টি উইকেট নিয়েছেন জোফ্রা। ওভারপ্রতি তিনি আট রানেরও কম দিয়েছেন।

এই বোলারই বুমরাহর প্রশংসা করে বলেছেন, ‘নতুন বল যে কোনও দিকে স্যুইং করতে পারে। তাই ফাস্ট বোলারদের ডেথ ওভারে ভাল বল করার দক্ষতা থাকা জরুরি। বুমরাহ অন্যরকম বোলিং অ্যাকশন সত্ত্বেও ইয়র্কার খুব ভাল করে। স্লোয়ার বলের ক্ষেত্রে বুমরাহর অ্যাকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বল করার সময় ওর হাত সবদিকে যায়। তাই কোন বলটা স্লোয়ার হবে, সেটা বোঝা কঠিন।’