দুবাই: আইসিসির এবারের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে বাটলার, মার্শ, রিজওয়ান। বুধবারই আইসিসির তরফে ৪ জনের নাম তালিকায় রাখা হয়েছে। তাঁরা হলেন, জশ বাটলার, মিচেল মার্শ, মহম্মদ রিজওয়ান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ( Rizwan )। ২৯ ম্যাচে করেছেন ১৩২৬ রান। গড় ৭৩.৬৬। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার অন্যতম কারণ ছিল রিজওয়ানের দুর্দান্ত ফর্ম। ভারতের বিরুদ্ধে ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন। এমনকী টুর্নামেন্টে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন তিনি।  অন্যদিকে ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটার জশ বাটলার চলতি বছরের শুরুতেই দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।  শ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন বাটলার। 


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। ফাইনালে লোয়ার অর্ডারের বদলে তিন নম্বরে নামানো হয়েছিল মার্শকে। ম্যাচ উইনিং ইনিংস খেলে দেশকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মার্শ। এছাড়া পুরো বছর জুড়েই দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন মার্শ। 


এদিকে,  বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (Mens Test Player Of The Year 2021) হওয়ার দৌড়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) চলতি বছরের টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে চারজন ক্রিকেটারকে মনোনীত করেছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য। যে তালিকায় একমাত্র ভারতীয় অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের সঙ্গে যে তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root), নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসন (Kylie Jamieson) ও শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে (Dimuth Karunaratne)।


চলতি বছরে (২০২১) ক্রিকেটের সবথেকে বড় ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন অশ্বিন। বছরে মোট ৮ টি টেস্টে ১৬.২৩ গড়ে মোট ৫২ টি উইকেট ঝুলিতে তুলেছেন টিম ইন্ডিয়ার অ্যাশ। ব্যাট হাতেও প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট বাঁচানোর ঐতিহাসিক ইনিংসের পাশাপাশি একটি শতরান সহ ২৮.০৮ গড়ে করেছেন মোট ৩৩৭ রান।


আরও পড়ুন: মাইলস্টোন স্পর্শ করেই প্রয়াত বাবাকে স্মরণ, কী বললেন শামি?