নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ডকে তোপ দাগলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর। সুপ্রিম কোর্টের নির্দেশে লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়ায় পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া অনুরাগ ট্যুইট করে বলেছেন, ‘ক্রিকেটের কিংবদন্তী বিরাট কোহলি সম্পর্কে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা যেভাবে কথা বলছেন, সেটা মর্যাদাহানিকর। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ উদ্ধত। ওরা সবসময়ই নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং খেলোয়াড়দের বিরুদ্ধে নানা আপত্তিজনক মন্তব্য করে।’


অস্ট্রেলিয়ার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে  সাদারল্যান্ড বলেছেন, বিরাট ‘সরি’ শব্দের বানান জানেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এই মন্তব্যের জন্যই তাঁর নিন্দায় সরব অনুরাগ। পাশাপাশি বিসিসিআই-এর বর্তমান প্রশাসকদেরও সমালোচনা করে তিনি বলেছেন, ডিআরএস বিতর্কে অধিনায়ক এবং দলের পাশে পুরোপুরি দাঁড়ায়নি বিসিসিআই। সেই সুযোগই নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।