কলকাতা: করোনার জন্য গত ২ বছর স্থগিত ছিল। আগামী ২৯ অক্টোবর, শনিবার তিন বছরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সারবে সিএবি (CAB)। সেদিন এক মঞ্চে জীবনকৃতি পুরস্কার তুলে দেওয়া হবে তিনজনের হাতে।


২০১৯-২০ সালের জীবনকৃতি পুরস্কার পাবেন প্রাক্তন ক্রিকেটার ও বাংলার প্রাক্তন অধিনায়ক উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। ২০২০-২১ সালের জন্য জীবনকৃতি দেওয়া হবে সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে। যাঁর নেতৃত্বে শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা। ২০২১-২২ সালের জীবনকৃতি পাবেন বাংলার রঞ্জি জয়ী দলের সদস্য অশোক মলহোত্র। সেই সঙ্গে জীবনকৃতি দেওয়া হবে তিন মহিলা ক্রিকেটারকেও। ২০১৯-২০ সালের জন্য জীবনকৃতি পাবেন গার্গী বন্দ্যোপাধ্যায়। ২০২০-২১ সালের জন্য পুরস্কার পাবেন প্রাক্তন তারকা লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়। ২০২০-২১ সালের জন্য সেই সম্মান পাবেন মিঠু মুখোপাধ্যায়।


পাশাপাশি সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া, মহিলাদের ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। কমনওয়েলথ গেমসের রুপোজয়ী ভারতীয় দলের সদস্য দীপ্তি শর্মাকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য রিচা ঘোষকেও দেওয়া হবে বিশেষ পুরস্কার। তাঁকে মহিলাদের জাতীয় দলের হয়ে ওয়ান ডে অভিষেকের জন্যও দেওয়া হবে পুরস্কার।                                                                 


ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটানো শাহবাজ আমেদকে পুরস্কৃত করা হবে। ভারতীয় এ দলের হয়ে অভিষেক ঘটানো মুকেশ কুমার, রবি কুমার, ঈশান পোড়েল ও অভিষেক পোড়েলকেও দেওয়া হবে সম্মান। রঞ্জি ট্রফিতে গত মরসুমে এক ম্যাচে বাংলার ৯ ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডের অধিকারীদের দেওয়া হবে বিশেষ পুরস্কার।                                                                                                   


২০১৯-২০ মরসুমের জন্য বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হচ্ছেন অনুষ্টুপ মজুমদার। ২০২০-২১ ও ২০২১-২২, পরপর দুই মরসুমের জন্য বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হচ্ছেন শাহবাজ আমেদ।                                                               


আরও পড়ুন: ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বড়সড় অঘটন আইরিশদের