কলকাতা: সিএবি-র (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবার আয়োজিত হল অন্য আঙ্গিকে। যেখানে ক্রিকেট ও বিনোদন হাত ধরাধরি করে হাঁটল।


এই প্রথম সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করলেন নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) মতো বড় মাপের কোনও সঙ্গীতশিল্পী। নচিকেতার কণ্ঠের জাদুতে মুগ্ধ হওয়ার সন্ধ্যায় বঙ্গ ক্রিকেট সাক্ষী থাকল আর এক বেনজির ঘটনার। জীবনকৃতি সম্মানপ্রাপক রাজু মুখোপাধ্যায় তাঁর পুরস্কার অর্থের ২ লক্ষ টাকা দান করলেন মাঠকর্মীদের!


সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে 'আগুনপাখি' নচিকেতা চক্রবর্তী পারফর্ম করবেন, সে খবর প্রথম লিখেছিল এবিপি আনন্দ। ২ অগাস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল যে, নচিকেতার মতো প্রথম সারির এক শিল্পীর গানে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চকে আরও বর্ণময় করে তুলতে চায় সিএবি। সেই সঙ্গে লেখা হয়েছিল, এই প্রথম নেতাজি ইন্ডোর বা ইডেন গার্ডেন্সে না হয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ধন ধান্য অডিটোরিয়ামে। সেই প্রতিবেদনই বাস্তব রূপ পেল শনিবার। যখন বছরের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হল। পুরস্কার তুলে দেওয়া হল বিভিন্ন টুর্নামেন্টে জয়ীদের হাতে। জীবনকৃতি তুলে দেওয়া হল রাজু মুখোপাধ্যায়ের হাতে। মহিলা ক্রিকেটার হিসাবে জীবনকৃতি সম্মান পেলেন শর্মিলা চক্রবর্তী। বর্ষসেরা ক্রিকেটার হলেন সুদীপ ঘরামি। বর্ষসেরা বোলার হলেন আকাশদীপ। জেন্টলম্যান ক্রিকেটার পুরস্কার পেলেন অনুষ্টুপ মজুমদার।


জীবনকৃতি সম্মান পেয়ে অভিভূত রাজু। বরাবর প্রতিষ্ঠানবিরোধী একটা ভাবমূর্তি রয়েছে বাংলার প্রাক্তন অধিনায়কের। তবে ৮ বছর আগের এক ঘটনায় সিএবি-রাজু তিক্ততা বেড়েছিল। ২০১৫ সালের ঘটনা। বাংলার অধিনায়ক তখন মনোজ তিওয়ারি। নির্বাচক প্রধান ছিলেন রাজু। সেই নির্বাচক কমিটির অন্যতম সদস্য সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব ছিল বলে শোনা যায় না। বরং বিভিন্ন বিষয়ে মতের অমিল প্রকাশ্যে চলে আসত। সেই মরশুমের মাঝপথে আচমকাই ইস্তফা দিয়ে সরে যান রাজু। যা নিয়ে কম জলঘোলা হয়নি।


তবে জীবনকৃতি সম্মানের ব্যাপারে তাঁকে রাজি করানোর দায়িত্ব নেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। স্নেহাশিসের উদ্যোগেই অবশেষে বরফ গলে। জীবনকৃতি সম্মান নিতে রাজি হন বাংলার প্রাক্তন অধিনায়ক।


শনিবার রাজু জানান, তাঁর প্রাপ্ত পুরস্কার মূল্যের ২ লক্ষ টাকা মাঠকর্মীদের হাতে তুলে দেবেন। এখন আর ক্রিকেট বড় একটা দেখছেন না বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মরণোত্তর জীবনকৃতি দেওয়ার দাবিও তুলেছেন রাজু।


আরও পড়ুন: অমিতাভর পর সচিনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল বোর্ড


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial