কলকাতা: কাল থেকে শুরু হতে চলেছে বেঙ্গল টি-টোয়ন্টি চ্যালেঞ্জ। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়েই স্থানীয় ক্রিকেট মরসুম শুরু করতে চলেছে সিএবি। এবার টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হবে। ছটি দলকে নিয়ে বেঙ্গল টি-টোয়েন্টি চ্য়ালেঞ্জ হবে। ১৭ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। মোট ৩৩টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। ১২০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন।
টুর্নামেন্টের মূল স্পনসর হল বাইজু। ফ্য়ানকোডে প্রতিটি ম্যাচই লাইভ সম্প্রচার হবে। এরমধ্যেই ফ্যানকোড ২০ মিলিয়ন মানুষ রেজিস্ট্রি করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি দল হল ব্যারাকপুর ব্যাশার্স, দুর্গাপুর ড্যাজলার্স, কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্স, খড়্গপুর ব্লাস্টার্স, কলকাতা হিরোজ় ও কৃষ্ণনগর চ্যালেঞ্জার্স। ৬ দলের মধ্যে ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক ঘোষিত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। দলটিকে কোচিং করাবেন অরিন্দম দাস। দলের মেন্টর করা হয়েছে বাংলার প্রাক্তন অধিনায়ক প্রণব রায়কে।
দুর্গাপুর ড্যাজলার্সের অধিনায়ক করা হয়েছে অভিষেক রামনকে। দলের কোচ সঞ্জীব গোয়েল ও মেন্টর উৎপল চট্টোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে অনুষ্টুপ মজুমদারকে। যিনি শেষবারের রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন। দলের কোচ হয়েছেন আব্দুল মোনায়েম, মেন্টর শিবশঙ্কর পাল। খড়্গপুর ব্লাস্টার্সের অধিনায়ক কাজি জুনেইদ সইফি, কোচ সতীন্দ্র সিংহ ও মেন্টর লক্ষ্মীরতন শুক্ল। কলকাতা হিরোজের অধিনায়ক ঋত্ত্বিক রায়চৌধুুরী, কোচ শিবসাগর সিংহ ও মেন্টর সৌরাশিস লাহিড়ী। কৃষ্ণনগর চ্যালেঞ্জার্সের অধিনায়ক অর্ণব নন্দী, কোচ শোভন মিত্র ও মেন্টর ইন্দুভূষণ রায়। লিগ ও নক আউট পদ্ধতিতে টুর্নামেন্ট খেলা হবে।
ইডেনের উইকেট বরাবরই প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য উপযুক্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটের ম্যাচ দর্শকরা দারুণ উপভোগ করতে পারেন। এই টুর্নামেন্টেও যাতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফর্ম করতে পারেন ক্রিকেটাররা, তেমনই পিচ করা হয়েছে। এছাড়াও বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরুর আগে ক্রিকেটাররাও নিজেদের প্রস্তুতি সেরে নিতে পারবেন। করোনা পরিস্থিতির মধ্যেও সিএবি কর্তারা টুর্নামেন্ট আয়োজন করেছে। এই প্রথমবার এত আগে ঘরোয়া মরসুম শুরু করছে সিএবি।