কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দেশের মাটিতে ভারতের ২৫০-তম টেস্ট। এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ঐতিহাসিক এই ম্যাচ উপলক্ষে নতুনভাবে সেজে উঠছে ইডেন। নতুন ঘড়ি, ঘণ্টা ইতিমধ্যেই লাগানো হয়েছে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং পিচ তদারকি করছেন। দর্শক আকর্ষণের জন্যও একগুচ্ছ পরিকল্পনা করেছে সিএবি।


৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইডেন টেস্ট। এই ম্যাচে টস করার জন্য একটি রুপোর কয়েন বানানো হচ্ছে। এছাড়া আরও ৬০টি রুপোর কয়েন বানানো হচ্ছে বলে জানিয়েছে সিএবি সচিব অভিষেক ডালমিয়া। এই বিশেষ কয়েন ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং বাংলার প্রাক্তন অধিনায়কদের উপহার দেওয়া হবে।

এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দু দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও সিএবি সূত্রে জানা গিয়েছে। এই ম্যাচ দেখার জন্য বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের কয়েকজন প্রাক্তন অধিনায়ককেও হাজির করার চেষ্টা চালাচ্ছে সিএবি।