সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) সূচি ঘোষণার দিনই এবিপি লাইভকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনে ভাই সৌরভকে (Sourav Ganguly) বড় দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। যে খবর প্রথম প্রকাশিত হয়েছিল এবিপি আনন্দের ডিজিট্যাল প্ল্যাটফর্মে।
সোমবার সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠকে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পথেই হাঁটলেন স্নেহাশিস। বৈঠকে আলোচনা হয়েছে যে, বিশ্বকাপ আয়োজনের জন্য একটি কমিটি গড়া হবে যার মাথায় বসানো হতে পারে সৌরভকে। তবে পুরো সিদ্ধান্তই আপাতত সৌরভের কোর্টে। স্নেহাশিস বলেছেন, 'আমরা সৌরভের সঙ্গে কথা বলব। ওর গ্রিন সিগন্যাল পেলেই কমিটি তৈরি করা হবে। আশা করছি আগামী ১৫-১৬ দিনের মধ্যে ব্যাপারটা চূড়ান্ত করে ফেলা যাবে।'
ক্রিকেট প্রশাসক হিসাবে বড় ম্যাচ বার করতে ভাইয়ের ওপর আস্থা রাখছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। অনেকে যাঁকে সৌরভের মতোই প্রতিভাবান ক্রিকেটার মনে করতেন। প্রশাসক হিসাবে স্নেহাশিস মহারাজের সমকক্ষ হয়ে ওঠার দাবিদার। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্ণধারদের সঙ্গে যুক্তির লড়াইয়ে জিতে যিনি ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনাল-সহ পাঁচ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিনিয়ে এনেছেন। আর তারপরই ভাইয়ের জন্য গুরুদায়িত্ব ভেবে ফেলেছেন।
আপাতত ক্রিকেট প্রশাসনে নেই সৌরভ। কুলিং অফ পিরিয়ড চলছে। কিন্তু প্রবাদপ্রতিম আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রাক্তন প্রশাসকের মগজাস্ত্রকে কাজে লাগাতে তৎপর স্নেহাশিস। স্নেহাশিস আগেই বলেছিলেন, 'বিশ্বকাপের আয়োজক কমিটি তৈরি করা হবে। সিএবি সংবিধানে হয়তো এইরকম কমিটির উল্লেখ নেই। কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে হবে। আয়োজক কমিটিতে মহারাজকে রাখার ভাবনা রয়েছে। ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমরা।'
সৌরভ সম্মতি দিলেই সেই পরিকল্পনা দিনের আলো দেখবে। পাশাপাশি এদিনের অ্যাপেক্স কমিটির বৈঠকে ঠিক হয়েছে, স্টেডিয়াম, গ্রাউন্ড, হসপিটালিটি-সহ বিশ্বকাপের জন্য বিভিন্ন কমিটি তৈরি করে দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হবে। যাতে টুর্নামেন্টের ৫ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করা যায়। স্নেহাশিস জানিয়েছেন, সেমিফাইনালের দিন একটি অনুষ্ঠান আয়োজন করতে চায় সিএবি। তবে এ ব্যাপারে বোর্ড ও আইসিসির অনুমতি লাগবে। খুব শীঘ্রই এ নিয়ে আলোচনা হবে। এদিনই বিশ্বকাপের টিকিটের দামও নির্ধারিত করেছে সিএবি। ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ৯০০ টাকা। সর্বোচ্চ ৩০০০ টাকা।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন