অতনু হালদার ও সন্দীপ সরকার, কলকাতা : ক্ষোভ জমছে কলকাতা পুলিশ (Kolkata Police) বাহিনীর অন্দরে। প্রশ্ন উঠছে রাজ্য পুলিশ ও রাজ্য  নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। নদিয়ার গাংনাপুরে বুথ থেকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ২ কনস্টেবলকে। প্রায় ২০-২৫ মিনিট ধরে উন্মত্ত দুষ্কৃতীরা বেধড়ক মারধর চালায়। যে সময় তাঁদের বাঁচাতে পৌঁছতে পারেনি অন্য পুলিশ বাহিনী। দেখা মেলেনি কমিশনের কথামতো কিআরটি টিমের (Quick Response Team)। আর যার পরই কার্যত রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) নিরাপত্তা ব্যবস্থাপনার দুর্দশার ছবিটা বেআব্রু হয়ে গিয়েছে।


যেভাবে বুথ থেকে কার্যত তাড়া করে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের দুই কনস্টেবলকে মারধর করা হয়েছে, সেখানে অন্য কোনও নিরাপত্তাকর্মী বা রাজ্য পুলিশের কর্মীরা কেন ছিলেন না। প্রশ্ন উঠছে। তার থেকেও বড় প্রশ্ন, ভোটের নিরাপত্তার জন্য যাওয়া উর্দিধারীদের যদি এমন গণপিটুনির মুখে পড়তে হয়ে থাকে, তাহলে কোথায় সাধারণ ভোটারদের নিরাপত্তা ! গ্রাম বাংলা দখলের ভোটে কার্যত রক্তের স্রোত বয়ে চলেছে। বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। আর যা নিয়ে কাঠগড়ায় উঠছে রাজ্য পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commmission) ভূমিকা। কলকাতা পুলিশ বাহিনী সঙ্ঘবদ্ধ এক সংস্থা। তাই সেখানে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ সেভাবে দেখা যায় না। তবে যেভাবে দুই সহকর্মীকে মার খেতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন, উষ্মা ঘুরছে তাঁদের মধ্যে।


নদিয়ার গাংনাপুরের বুথের বাইরে পুলিশকে গণপিটুনিতে ভেঙেছে হাত। থেঁতলে গেল শরীরের বিভিন্ন অংশ। বুথের সামনেই পুলিশকে বেধড়ক মারের জেরে প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয়। একজন খাটের নিচে লুকিয়ে বাঁচলেও, রেহাই পেলেন না আরেক কনস্টেবল। মাটিতে ফেলে বাঁশ, লাঠি দিয়ে কলকাতা পুলিশকর্মী রাজু দাসকে বেধড়ক মার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি কনস্টেবল। পালিয়ে একটি বাড়িতে ঢুকে খাটের তলায় লুকিয়ে প্রাণ বাঁচালেন আরও ১ কনস্টেবল। বুথে ঢুকে তৃণমূলের ছাপ্পা, জনরোষের শিকার পুলিশ, দাবি সিপিএমের ।
একজন পালিয়ে যাচ্ছিল, ছেড়ে দেওয়ায় জনরোষের গণপিটুনি, দাবি সিপিএমের । পুলিশের হামলায় জড়িত বাম-বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের । কনস্টেবলের উপর হামলায় অস্ত্র-সহ ৯জন গ্রেফতার, ধৃতদের জেল হেফাজত।


আরও পড়ুন- ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ, তার মাঝেই হাসিমুখে চলছে ছাপ্পা !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial