কলকাতা: আজই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে লর্ডসে নেমেছিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কিংবদন্তি বঙ্গতনয়ার শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে শহরের এক মাল্টিপ্লেক্সে ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। এবার আরও এক অভিনব উপায়ে ঝুলনকে সম্মান জানানোর পরিকল্পনা খোলসা করা হল সিএবির (CAB) তরফে।


ঝুলনকে সম্মান


১৭০ জন উঠতি মহিলা ক্রিকেটারকে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া হয়। সেই স্থানেই সিএবির আধিকারিকরা জানান তাঁরা ইডেন গার্ডেন্সে ঝুলন গোস্বামীর নামে এক স্ট্যান্ড নামাঙ্কিত করার পরিকল্পনা করছেন। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমরা ইডেন গার্ডেন্সের এক স্ট্যান্ড ঝুলন গোস্বামীর নামে নামাঙ্কিত করার পরিকল্পনা করছি। সর্বকালের সেরাদের সঙ্গে একই সুরে ওঁর নাম উচ্চারিত হওয়াই উচিত। আমরা এই বিষয়ে সেনা আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলব। বার্ষিক দিবসে ওঁকে সংবর্ধনা জানানোর পরিকল্পনাও রয়েছে।'


অভিষেক স্পষ্ট জানিয়ে দেন ঝুলন উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা। পাশাপাশি মহিলাদের আইপিএলে ঝুলনকে খেলতে দেখারও আর্জি জানান তিনি। 'আমরা সিএবিতে মহিলাদের ক্রিকেটকেও সমান প্রাধান্য দিই। এই কারণেই তো বাংলা থেকে এত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। ওদের সবার কাছেই ঝুলন নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিতে চলেছেন, তাও আমি চাই ওঁ যেন মহিলাদের আইপিএলে খেলা চালিয়ে যায়।' বলেন অভিষেক। 


 






শেষ ম্যাচে দুই উইকেট


নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও কিন্তু বল হাতেও বেশ ভালই পারফর্ম করেন ঝুলন। ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েই নিজের স্পেল শেষ করেন ঝুলন। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ২৫৫ (সর্বাধিক)। তবে ভারতের হয়ে আজকের ম্যাচে বল হাতে সেরা পারফর্মার রেণুকা সিংহ। তাঁর চার উইকেটে ভর করেই মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়ে মাঠে নেমেও ১৬ রানে ম্যাচ জিতে যায় ভারতীয় দল। ১৫৩ রানেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত।


আরও পড়ুন: