কলকাতা: মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে জ্বলল লাল-হলুদ (East Bengal FC) মশাল। কলকাতা ফুটবল লিগে (CFL 2023) খিদিরপুরকে ১০-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে এক ঝাঁক রেকর্ড গড়ে ফেলল ইস্টবেঙ্গল।


কলকাতা ফুটবল লিগে আগের ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। খেতাব জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লাল-হলুদ শিবির। চ্যাম্পিয়ন হওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে হলে জিততে হতো ইস্টবেঙ্গলকে। সেটাই করে দেখালেন বিনো জর্জের ছেলেরা। বিপক্ষকে ১০ গোলের মালা পরালেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।


এর আগে কলকাতা ফুটবল লিগে দুবার ইস্টবেঙ্গল ক্লাব ১০ গোল করেছিল। ইস্টবেঙ্গল ক্লাবের দেওয়া তথ্য বলছে, ১৯৪৩ সালের ১০ জুন ইস্টবেঙ্গল ১০-০ গোলে হারিয়েছিল ডালহৌসি ক্লাবকে। ১৯৪৯ সালের ২৮ জুন ইস্টবেঙ্গল ১০-০ গোলে হারায় ক্যালকাটা গ্যারিসনকে। এছাড়াও ১৯৪৫ সালের ২৩ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল রোভার্স কাপে ১১-০ গোলে হারিয়েছিল বি বি অ্যান্ড সি আই রেলকে। ১৯৭২ সালে ডুরান্ডে কাপে ইস্টবেঙ্গল ১০-০ গোলে হারায় বি বি স্টারকে। একই ম্যাচে দুজনের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ৩৪ বছর পর করলেন পি ভি বিষ্ণু ও মহীতোষ রায়। এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে জোড়া হ্যাটট্রিক করেছিলেন চিমা ও কুলজিৎ।


বিষ্ণু একাই করেন চার গোল। প্রথমার্ধেই বিপক্ষকে হাফ ডজন গোল দেয় ইস্টবেঙ্গল। বাকি চারটি গোল দ্বিতীয়ার্ধে। একটি মাত্র গোল করে খিদিরপুর। গোটা ম্যাচ জুড়ে একপেশে খেলা হয়। এই জয় লিগের পরবর্তী ম্যাচের আগে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল।


৬ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় তারা। ফ্রি কিক থেকে গোল করেন বিষ্ণু। চার মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন বিষ্ণু। খিদিরপুরের রক্ষণের ভুলে গোল করেন তিনি। দু’গোল খাওয়ার পরে রক্ষণ কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে খিদিরপুর। তাতে কাজ হয়নি। ক্রমাগত আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। ৩৬ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বিষ্ণু। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় নিজের চার নম্বর গোল করেন তিনি।                           


আরও পড়ুন: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা ভারতের সিফট কৌরের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial