বেঙ্গালুরু: টি-২০ সিরিজে এবার মিশন বেঙ্গালুরু৷ তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বিরাটের ভারত৷ সিরিজের ফলাফল এখন ১-১৷ জিততে মরিয়া কোহালি ব্রিগেড৷
টেস্ট, ওয়ান ডে সিরিজ জয়ের পর এবার টি-২০ সিরিজ জয়ের হাতছানি৷ তবে, ব্যাঙ্গালোরে বিরাট কোহালি অ্যান্ড কোম্পানির সামনে কড়া চ্যালেঞ্জ৷ কানপুরে হোঁচট৷ নাগপুরে রাহুলের ব্যাট ও বুমরাহর অবিশ্বাস্য ডেথ বোলিংয়ে ভর করে নাগপুরে টি-২০ ম্যাচ জয়৷ এরপর, বুধবার মিশন বেঙ্গালুরু৷
দীর্ঘ খরা কাটিয়ে জামথায় রান ফিরেছে লোকেশ রাহুলের ব্যাটে৷ চিন্নাস্বামীতেও এই পারফরমেন্স ধরে রাখতে হবে তাঁকে৷ ভরসা জুগিয়েছে বুমরাহ, নেহরাদের স্পেলও৷ চিন্নাস্বামীতে ইংল্যান্ডকে কম রানের মধ্যে বেঁধে রাখতেই হবে ভারতীয় বোলারদের৷ কেননা, মর্গ্যান ব্রিগেডে অনেক বিগ হিটার আছে, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷
গত বছর টি-২০ বিশ্বকাপের টানটান থ্রিলারে এই চিন্নাস্বামীতেই বাংলাদেশকে ১ রানে হারিয়ে ছিল ধোনির ভারত৷ বুধবার সেখানেই ক্যাপ্টেন কোহালির পরীক্ষা৷ বুধবারের চিন্নাস্বামীতে কি হবে সিরিজ জয়? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা৷
হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা, বুধবার টি-২০ সিরিজ জয়ের লক্ষ্যে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jan 2017 09:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -