মেলবোর্ন: সপ্তাহখানেক পরে ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল (IND vs PAK)। তবে তার আগে ইতিমধ্যেই একাদশ বাছাইয়ে কাজ শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) শুরুর আগের সাংবাদিক সম্মেলনে সাফ সাফ জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এত আগেভাগেই দল নির্বাচনের কারণ কী?
একাদশ বাছাইয়ের কাজ শেষ
ভারতীয় অধিনায়কের দাবি তিনি তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী নন। বরং দলের খেলোয়াড়দের বড় ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় দিতে আগ্রহী তিনি। রোহিত বলেন, 'আমি শেষ মুহূর্তের সিদ্ধান্তে বিশ্বাসী নই। আমি চাই আমাদের দলের খেলোয়াড়রা যাতে আগেভাগেই দল নির্বাচন সম্পর্কে অবগত হয়ে যায়। তাতে তারা ভালভাবে নিজেদের প্রস্তুতি সারতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের একাদশ বাছাই হয়ে গিয়েছে এবং উক্ত খেলোয়াড়দের তাদের নির্বাচন সম্পর্কে জানিয়েও দেওয়া হয়েছে।'
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। এই ম্যাচের দিকে গোটা বিশ্বের নজর থাকে। তাই স্বাভাবিকভাবেই বাড়তি চাপও থাকে। তবে সেই চাপকে উপেক্ষা করতেই খেলা নয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়ে ভারত-পাক খেলোয়াড়রা নিজেদের মধ্যে কথা বলেন বলেই জানান রোহিত। 'এশিয়া কাপে যখন আমাদের দেখা হয়েছিল, তখন আমরা সারাটা সময় ধরেই নিজেদের পরিবারের বিষয়ে কথাবার্তা বলছিলাম। আমাদের নিজেদের জীবন, কী কী গাড়ি রয়েছে, সেই বিষয়েও আলোচনা হয়। ওদের (পাকিস্তান) বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা ভালভাবেই অবগত। তবে সারাক্ষণ সেই নিয়েই কথা বলা, ভাবনাচিন্তা করার কোনও মানে হয় না।' বলেন রোহিত।
খেলার ধরনে বদল
সময়ের সঙ্গে সঙ্গে খেলার ধরনে অনেকটাই পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টিতেও সেই পরিবর্তন দেখা গিয়েছে। রোহিতের মতে, 'দলগুলি আজকাল নির্ভীক হয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে থাকে এবং আমরাও সেইরকমভাবে নিজেদের ক্রিকেটটা খেলতে আগ্রহী। আগে তো ১৪০ রান তুললেই তা জয়ের জন্য যথেষ্ট ছিল। তবে আজকাল দলগুলি ১৪-১৫ ওভারেই ১৪০ রান তোলার লক্ষ্য়ে থাকে।'
আসন্ন বিশ্বকাপে অনেকেই মনে করছেন সূর্যকুমার যাদব ভারতের হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। আইসিসির বিচারে তিনি বর্তমানে টি-টোয়েন্টিতে এক নম্বর ভারতীয় ব্যাটারও বটে। রোহিত কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে সূর্যই ভারতের 'এক্স ফ্যাক্টার'। রোহিত বলেন, 'আশা করছি সূর্য নিজের ফর্ম ধরে রাখতে পারবে। ও ভীষণই গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং আমাদের দলের এক্স ফ্যাক্টারও বটে।'
আরও পড়ুন: