কেকেআর শিবিরে এমন কিছু চলছে, যা ঠিক নয়, মন্তব্য লারার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2020 03:57 PM (IST)
আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা।
আবু ধাবি: অধিনায়কত্ব বদল হওয়ার পরেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের খারাপ রেকর্ডে কোনও বদল হয়নি। চলতি আইপিএল-এ রোহিত শর্মার দলের বিরুদ্ধে দু’বারই হেরে গিয়েছেন ইয়ন মর্গ্যানরা। আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে পরপর দু’টি ম্যাচ হেরে চাপে কলকাতা। দলের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কত্ব ছাড়তে হয়েছে দীনেশ কার্তিককে। নতুন অধিনায়ক মর্গ্যানের ব্যক্তিগত পারফরম্যান্স ভাল হলেও, দল ধারাবাহিকতা দেখাতে পারছে না। শুবমান গিল, আন্দ্রে রাসেলরা এবার দলকে ভরসা দিতে পারছেন না। কলকাতার পারফরম্যান্স প্রসঙ্গে ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারার বক্তব্য, ‘কেকেআর-এর কোনওদিনই অধিনায়কত্ব নিয়ে সমস্যা ছিল না। যে কেউ এই দলের অধিনায়ক হতে পারে। সুনীল নারাইন দু’টি ম্যাচ জেতায়। তাই ওর বোলিং অ্যাকশন সংক্রান্ত সমস্যা মেটানো জরুরি। আন্দ্রে রাসেলের রান পাওয়া দরকার। আমার মনে হয়, কেকেআর-এর সদস্যরা নিজেদের উপর চাপ তৈরি করছে। ক্যামেরার নজর ওদের দিকে। ওদের অধিনায়ক বদল হয়েছে। কেকেআর শিবিরে এমন কিছু হচ্ছে যা ঠিক নয়। এর আগে কোনওদিন ওদের এত খারাপভাবে হারতে দেখিনি।’ আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা। সমর্থকদের আশা, এই ম্যাচে ঘুরে দাঁড়াবেন মর্গ্যানরা।