প্যারিস: ফরাসি রাজধানীতে জমজমাট লড়াই। রোলা গাঁরোর (Roland Garros) মঞ্চ সাক্ষী থাকল দুরন্ত এক প্রত্যাবর্তনের। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা নাওমি ওসাকার বিরুদ্ধে দুরন্তভাবে জয় পেলেন বর্তমানে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা ইগা সোয়াতেক (Iga Swiatek)। অপরদিকে, বিরাট অঘটন কোনওক্রমে রুখে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। তবে দুই নম্বর পুরুষ সিঙ্গেলস খেলোয়াড় জানিক সিনার (Jannik Sinner) সহজ জয় পেলেন।


রোলা গাঁরো বিগত দুই বছর সোয়াতেক-দাপটের সাক্ষী থেকেছে। দুই দুরন্ত প্রতিভাধর তারকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ঘিরে উন্মাদনা ছিলই। আশা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়েরও। হলও তাই। ম্যাচের প্রথম সেটেই সেট পয়েন্ট পেলেও, সোয়াতেককে সেই সেচ পয়েন্ট খোয়াতে হয়। ৭-৬ (১) প্রথম সেট জিতে এগিয়ে যান পোলিশ তারকা। তবে দ্বিতীয় সেটে ওসাকাকে বিধ্বংসী ফর্মে দেখায়। ঠিক যে ফর্ম তাঁকে মহিলাদের সিঙ্গেলসে শীর্ষস্থান এনে দিয়েছিল। অনেকটা তেমন। ১-৬ কার্যত উড়ে যান সোয়াতেক। তৃতীয় রাউন্ডে দুই তারকাই হাড্ডাহাড্ডি লড়াই করেন। কিন্তু ৭-৫ সেট নিজের নামে করে শেষ হাসিটা সোয়াতেকই হাসেন। ওসাকার পারফরম্যান্স রোলা গাঁরোয় একেবারেই আহামরি। তিনি কোনদিনও তৃতীয় রাউন্ডের গণ্ডি পার করতে পারেননি। এবারও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যেতে হল তাঁকে। অপরদিকে, মাদ্রিদ ও রোমে খেতাব জেতা সোয়াতেকের অপরাজিত থাকার দৌড় অব্যাহত রইল। বর্তমানে ১৪ ম্যাচে অপরাজিত তিনি।


বর্তমান টেনিস জগতের অন্যতম বড় নাম, রাফায়েল নাদালের তথাকথিত উত্তরসূরি তথা বিশ্বের তিন নম্বর পুরুষ তারকা আলকারাজ়কেও জয়ের জন্য কড়া কসরত করতে হল। ব়্যাঙ্কিংয়ে ১৭৬তম স্থানে থাকা নেদারল্য়ান্ডসের কোয়ালিফায়ার জেসপার ডি জং কিন্তু স্প্যানিশ তারকার বিরুদ্ধে দারুণ লড়াই করেন। প্রথম দুই সেট আলকারাজ় ৬-৩ ও ৬-৪ স্কোরে জিতে নেন। তবে জেসপার তৃতীয় সেট ২-৬ স্কোরে জেতেন। গোটা ম্যাচ জুড়েই আলকারাজ়কে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। ৪৭টি আনফোর্সড এরের পাশাপাশি পাঁচবার তাঁর সার্ভিস ব্রেক হয়। তবে শেষমেশ ৬-২ চতুর্থ সেট জিতে নেয় পরের রাউন্ডে জায়গা পাকা করে নেন কার্লোস আলকারাজ়।


ক্লে কোর্টে জানিক সিনার বেশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তৃতীয় রাউন্ডে তাঁর জায়গা পাকা করতে খুব একটা সমস্যা হয়নি। ৬-৪, ৬-২, ৬-২ স্কোরে রিচার্ড গ্যাসকয়কে হারান সিনার। অতীতে অস্ট্রেলিয়ান ওপেন জেতা সিনার এই নিয়ে টানা চারবার রোলা গাঁরোয় রাউন্ড অফ ৩২-এ পৌঁছলেন। তবে স্ট্যান ওয়ারিঙ্কাকে হারানো পাভেল কতভ কিন্তু পরের রাউন্ডে সিনারকে বেগ দিতে পারেন। সেই বাধা অতিক্রম করে প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি জায়গা পাকা করতে পারেন কি না, সেটাই দেখার।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিশ্বকাপের আগে স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটালেন বিরাট, ভারতীয় দলে কবে যোগ দেবেন কোহলি?