সেঞ্চুরিয়ন: # সেঞ্চুরিয়ন টেস্টে হার বাঁচাতে লড়ছে ভারত। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ফের বেলাইন বিরাট ব্রিগেড। পরপর ফিরলেন বিজয়, রাহুল, বিরাট। কার্যত দেওয়ালে পিঠ। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫।
#দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা ভারতের। রাবাডার বলে বোল্ড মুরলী বিজয়। ১১ রানে প্রথম উইকেট হারাল ভারত। বিজয় ৯ রান করেন।
#রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ছয় ওভারে ভারত বিনা উইকেটে ১১ রান। বিজয় ৯ ও লোকেশ রাহুল ২ রানে ব্যাট করছেন।
#অশ্বিনের বলে এনগিডি আউট হওয়ার সঙ্গে সঙ্গে ২৫৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। তাদের লিড ২৮৬ রানে। জিততে হলে ভারতকে করতে হবে ২৮৭ রান। হাতে রয়েছে আজকের দিনের বাকি সময়ের খেলা ও পুরো পঞ্চম দিন। ভারতের পক্ষে শামি ৪৯ রানে ৪ এবং বুমরাহ ৭০ রানে ৩ উইকেট পেয়েছেন।এছাড়াও ইশান্ত ২ ও অশ্বিন ১ টি উইকেট পেয়েছেন।
#ডুপ্লেসিকে আউট করলেন বুমরাহ। দলের ২৪৫ রানে ব্যক্তিগত ৪৮ রান করে প্যাভিলয়নে ফিরলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
#অষ্টম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। রাবাডাকে আউট করলেন শামি। ২৪৫ রানে অষ্টম উইকেটের পতন হয়। অন্যপ্রান্তে অবিচল ডুপ্লেসি হাফসেঞ্চুরির দোরগড়ায়। এই মুহূর্তে ২৭৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
#চা-পানের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ২৩০। অপরাজিত ডুপ্লেসি। তাদের লিড ২৫৮ রানের।
#দক্ষিণ আফ্রিকার লিড ২৫০ পেরোল>
# ২১৫ রানে সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ইশান্তের বলে কেশব মহারাজ।
#ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ফিল্যান্ডারকে আউট করলেন ইশান্ত শর্মা। আউট হওয়ার আগে ২৬ রান করেন তিনি। ডুপ্লেসির সঙ্গে জুটিতে মূল্যবান ৪৬ রান যোগ করে দলের ২০৯ রানের মাাথায় ফিরে যান তিনি।
# মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১৭৩ রান। লিড ২০১ রানের। ক্রিজে রয়েছেন ডুপ্লেসিস ও ফিল্যান্ডার।
# সেঞ্চুয়িরন টেস্টের চতুর্থ দিন বল হাতে জ্বলে উঠলেন শামি । এবার কুইন্টন ডি কককে তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে দিনের তৃতীয় আঘাতটি হানলেন শামি। ১৬৩ রানে পঞ্চম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। লিড ১৯১ রানের।
#এলগারকে আউট করে ফের ধাক্কা দিলেন শামি। ৬১ রান করে আউট হলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৫১ রানে চতুর্থ উইকেট হারায়। ১৭৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে তৃতীয় উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। প্রাথমিক ধাক্কা সামলে এলগারের সঙ্গে ১৪১ রানের পার্টনারশিপ গড়ে ইনিংসের ভিত মজবুত করে আউট হলেন এবি ডিভিলিয়ার্স। তিনি ৮০ রান করে মহম্মদ শামির বলে আউট হন। তার আগে এলগার হাফসেঞ্চুরি পূরণ করেন।
গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতেই বুমরা মার্করাম ও আমলাকে তুলে ধাক্কা দিয়েছিলেন প্রোটিয়া শিবিরে।
সিরিজ জেতার লড়াইতে থাকতে চাইলে এই টেস্ট ম্যাচ জিততেই হবে ভারত। এ জন্য যত শীঘ্র সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অল আউট করার চেষ্টা করছে ভারত।
গতকালের ২ উইকেটে ৯০ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে অধিনায়ক বিরাট কোহলির রাজকীয় ১৫৩ রানের সৌজন্যে ভারত প্রথম ইনিংসে ৩০৭ রান করে। দক্ষিণ আফ্রিকা এগিয়েছিল ২৮ রানে।
লক্ষ্য ২৮৭, ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে সিরিজ হার বাঁচানোর লড়াই ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2018 03:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -