মাদ্রিদ: বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। তবে আর নয়। ৩৬-এই খেলোয়াড় হিসাবে ফুটবলকে বিদায় জানালেন স্পেনের (Spain Football Team) প্রাক্তন মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস (Cesc Fabregas)। শনিবারই (১ জুলাই) সরকারিভাবে ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন ফ্যাব্রেগাস। 


নিজের কেরিয়ারে আর্সেনাল, বার্সেলোনা, চেলসির মতো বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালি খেলেছেন ক্লাব ফুটবল। খেলোয়াড় হিসাবে ২০১০ সালের বিশ্বকাপ, দুইবার ইউরো, দুইবার প্রিমিয়ার লিগ, লা লিগা জিতেছেন জিতেছেন ফ্যাব্রেগাস। তবে এবার কোচিংয়ে মন দিতে চান স্প্যনিশ তারকা। এক বর্ণময় কেরিয়ারের শেষের ঘোষণা করে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ফুটবল বুট জোড়া তুলে রাখার সময় হয়েছে। বার্সেলোনায় প্রথম থেকে আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, মোনাকো এবং কোমো, সবার হয়ে খেলাটাই আমার সৌভাগ্য ছিল। বিশ্বকাপ ইউরো জেতা থেকে ইংল্যান্ড এবং স্পেনে সব খেতাব জয় এবং ইউরোপিয়ান ফুটবলেও প্রায় সব ট্রফি জেতার সফরটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'


 






তিনি নিজের সতীর্থ, কোচ, ক্লাব মালিক, সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এর পরবর্তীতে তিনি যে কোচিং কোমো বি এবং অনূর্ধ্ব ১৯ দলকে কোচিং করাবেন বলেও জানান। তিনি যোগ করেন, 'আমি এবার সাদা লাইনের ওপারে থাকব। কোমো ১৯০৭ এর বি ও প্রিমাভেরা দলগুলিকে কোচিং করাব আমি। এই প্রোজেক্টে কাজ করার বিষয়ে আমি মুখিয়ে রয়েছি। এই ফুটবল দল প্রথম মিনিট থেকেই আমার মন কেড়েছে এবং কেরিয়ারের একেবারে সঠিক সময়ে আমার জীবনে এসেছে। তাই এই সুযোগটা হাতছাড়া করব না।'  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?