কলকাতা: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) দুরন্ত ছন্দে দৌড়চ্ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। পরপর ২টি ম্যাচে প্রতিপক্ষকে ৫ গোলের মালা পরিয়েছিল ইস্টবেঙ্গল। তবে চলতি কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা বজায় রাখতে পারল না তারা। ভবানীপুর ক্লাবের (Bhawanipur) কাছে বৃহস্পতিবার লিগে নিজেদের সাত নম্বর ম্যাচে আটকে গেল লাল-হলুদ শিবির। নিজেদের মাঠে পয়েন্ট নষ্ট করল তারা।
বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। প্রিমিয়র ডিভিশনে নিজেদের প্রথম ৫টি ম্যাচে টানা জিতেছিল ভবানীপুর। অবশেষে ইস্টবেঙ্গলের কাছে ধাক্কা খেতে হল তাদের। লিগে প্রথমবার পয়েন্ট খোয়াল ভবানীপুর।
ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ৩১ মিনিটের মাথায় ভবানীপুরকে এগিয়ে দেন সুভাষ। ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল করে লাল-হলুদ শিবিরের মান বাঁচান দীপ সাহা। তিন ৫৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে সমতাসূচক গোলটি করেন। ম্যাচের বাকি সময়ে কোনও দলই প্রতিপক্ষের রক্ষণ ভেগ করে আর গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
ড্র করলেও লিগ টেবিলে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রইল ভবানীপুর। তারা ৬ ম্যাচে ৫টি জয় ও ১টি ড্র-সহ ১৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। ১টি ম্যাচ বেশি খেলেও লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে হল ইস্টবেঙ্গলকে। তারা ৭ ম্যাচে ৪টি জয় ও ৩টি ড্র-সহ সাকুল্যে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে।
আরও পড়ুন: ABP Exclusive: আগের চেয়েও শক্তিশালী, সেরা ছন্দে বল করছি, ১ বছর পর ভারতীয় দলে ফিরে ফুটছেন প্রসিদ্ধ