কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার আরও উন্নতি। ফুসফুসে সামান্য জল, উদ্বেগের কারণ নেই, জানা গেল পরীক্ষায়। অক্সিজেনের (Oxygen) মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে। আজ ফের হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট। রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সূত্রের খবর, বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক। 


গতকালই আম খেতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তিনি খুলে দিতে চান বাইপ্যাপ ও রাইলস টিউব। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হলেও এখনই পুরোপুরি খোলা হচ্ছে না বাইপ্যাপ ও রাইলস টিউব। শরীরে কমেছে কার্বন ডাই অক্সাইড, বেড়েছে অক্সিজেনের মাত্রা।  


আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সেই জন্য় বাইপ্যাপ সাপোর্ট ও রাইলস টিউব খুলে ফেলতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। খেতে চান মুখ দিয়ে। সূত্রের খবর, গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দেখা করতে এলে, তাঁর কাছে আম খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বুদ্ধবাবু। আচ্ছন্ন ভাব পুরোপুরি কেটে গিয়েছে। বেশিরভাগ সময়ে বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। তবে তার আগের রাতেও বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। একটানা বাইপ্যাপের মাস্ক পরে থাকা নিয়ে চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশও করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 


হাসপাতাল সূত্রে খবর, শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিশেষ KELL অ্যান্টিজেনযুক্ত AB নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই, খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন চিকিৎসকরা। সংক্রমণ কতটা কমেছে জানতে এদিন রক্তের বেশ কিছু পরীক্ষা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে আলোচনায় বসে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। বিকেলে হাসপাতালে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান। এ দিন বুদ্ধবাবুকে দেখতে আসেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। আসেন যমজ দুই ভাই, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অতীশ দাশগুপ্ত৷