উইকেটের ‘ছক্কা’য় রেকর্ড যুজবেন্দ্র চাহলের
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৬ টি ম্যাচে ১১ টি উইকেট নিয়েছেন তিনি।
গতকালের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন চাহল।
সিরিজের শেষ টি-২০ ম্যাচে ঘুর্নি বলে ইংরেজ ব্যাটসম্যানদের ধরাশায়ী করলেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহল। গতকালের ম্যাচে ইংল্যান্ডকে ৭৫ রানে হারানোর ক্ষেত্রে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এই স্পিনার।
গতকালের পারফরম্যান্সের ফলে চাহল প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০ তে পাঁচ বা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে গতকালের ম্যাচে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে দখল করেন ৬ উইকেট। তাঁর ঘুর্ণিতেই বেসামাল ইংল্যান্ড ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে যায়।
টি-২০ ক্রিকেটে এটাই কোনও বোলারের তৃতীয় সেরা পারফরম্যান্স। এই তালিকায় প্রথম স্থানে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। তিনি প্রথম বোলার হিসেবে টি-২- তে রানে ৬ উইকেট দখল করেছিলেন। এরপরও তিনি আর একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ রানে ৬ উইকেটে পেয়েছিলেন।এই হিসেবে মেন্ডিসের পরেই তালিকায় রয়েছেন চাহল।