নিঁয় : ইউরোপ সেরা ক্লাবের খেতাব দখলের লড়াইয়ের কোয়ার্টার ফাইনাল পর্বের ড্র (Champions League Quarter Final) চূড়ান্ত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ আটের পর্বে খেলতে ম্যাঞ্চেস্টারে পাড়ি দিতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে (Atletico Madrid)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে শেষ আটে ওঠা দিয়েগো সিমিওনের (Diego Simione) দলের সামনে এবার পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এদিকে অ্যাটলেটির শহরের পড়শি রিয়াল মাদ্রিদের (Real Madrid) ইংল্যান্ডের ইপর ক্লাব চেলসি (Chelsea)। শেষ চারে যাওয়ার দৌড়ে য়ুরগেন ক্লপের (Jurgen Kloop) লিভারপুলের (Liverpool) লড়াই বেনফিকার (Benfica) সঙ্গে। আর বায়ার্ন মিউনিখের (Bayern Munich) লড়াই ভিয়ারিয়ালের (Villareal) সঙ্গে।
একঝলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল-
- রিয়াল মাদ্রিদ বনাম চেলসি
- ম্যাঞ্চেস্টার সিটি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
- বায়ার্ন মিউনিখ বনাম ভিয়ারিয়াল
- লিভারপুল বনাম বেনফিকা
আগামী ৫ ও ৬ এপ্রিল প্রথম লেগের ও ১২ এবং ১৩ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের। প্রসঙ্গত, রিয়াল-চেলসি ও সিটি-অ্যাটলেটি ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে সেমিফাইনালে। আর বায়ার্ন-ভিয়ারিয়াল ও লিভারপুল-বেনফিকার বিজয়ীরা একে অপরের বিরুদ্ধে খেলবে ইউরোপের সেরা ক্লাব হওয়ার শেষ ল্যাপে পৌঁছতে।
আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা ধোনির চেন্নাইয়ের