চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ক্ষীণ, জানালেন লোকেশ রাহুল
Web Desk, ABP Ananda | 21 Apr 2017 04:23 PM (IST)
নয়াদিল্লি: চোটের জন্য আইপিএল-এ খেলতে পারছেন না। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যেতে পারেন ভারতের তরুণ ওপেনার লোকেশ রাহুল। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাকে এখনও অপেক্ষা করতে হবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা খুব কম। আমার কাঁধের সমস্যা রয়ে গিয়েছে। ফলে নির্দিষ্ট কয়েকটি শট খেলার জায়গাতেই যেতে পারছি না। আমি অনেক ওষুধ খেয়ে, ব্যান্ডেজ বেঁধে খেলেছি। কাঁধের ভিতরের সমস্যা মেটানোর জন্যই অস্ত্রোপচার করতে হয়েছে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে কাঁধে চোট পান রাহুল। অস্ত্রোপচার করার পর তাঁর ফিট হতে অন্তত তিন মাস সময় লাগবে বলে জানা গিয়েছে। এখন রিহ্যাবে আছেন এই ব্যাটসম্যান। মাঠের বাইরে থাকতে হওয়ায় তিনি হতাশ। তবে সম্পূর্ণ ফিট হয়ে তবেই মাঠে ফিরতে চাইছেন রাহুল।