অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটসম্যানদের মানসিকতা বদল করার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ অনিল কুম্বলে। ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলে আসার পর টেস্টের জন্য অন্যভাবে তৈরি হওয়া জরুরি। ব্যাটসম্যানদের দীর্ঘক্ষণ উইকেটে থাকতে হবে।


 

ওয়েস্ট ইন্ডিজ সফরে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ খেলেছেন। তারপর প্রায় দু মাস আইপিএল-এ খেলেছেন। এই তিনটি প্রতিযোগিতাই ছিল টি-২০। তারপর ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। সেখানেও সংক্ষিপ্ত ওভারের খেলা হয়েছে। দীর্ঘদিন পর এবার টেস্ট খেলতে নামছে ভারত। সেই কারণেই ব্যাটসম্যানদের মানসিকতা বদলের চেষ্টা করছেন কুম্বলে।

 

ব্যাটসম্যানদের পাশাপাশি দলের বোলিং এবং ফিল্ডিং বিভাগ নিয়েও চিন্তা করছেন ভারতের প্রধান কোচ। তাঁর মতে, টেস্টে ‘বিরক্তিকর’ বোলিং করা জরুরি। ধারাবাহিকভাবে একই লেংথে বল করে যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে পেসারদের মতোই স্পিনারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। স্পিনাররাই সিরিজ জেতাতে পারে। ব্যাটসম্যানদের মতোই পেসার ও স্পিনারদের জুটি বেঁধে ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে। ক্যাচ ধরতে পারলে তবেই টেস্ট জেতা যাবে। তাই ক্যাচ ধরার উপরেও জোর দিতে হবে। তিনটি বিভাগেই ফিটনেস এবং চোট সারিয়ে দ্রুত ফিরে আসা দরকার।

 

এই সিরিজে বোলাররাও যাতে ব্যাট হাতে দলকে সাহায্য করতে পারেন, তার দিকে নজর দিচ্ছেন কুম্বলে। তাঁর মতে, রবিচন্দ্রন অশ্বিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। লোয়ার মিডল অর্ডারে আরও কয়েকজন ভাল ব্যাট করতে পারেন। তাই বোলাররা বল করার পাশাপাশি যাতে ব্যাটও করতে পারেন তার চেষ্টা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটে কিছুটা ঘাস থাকবে। সে কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে দল। ব্যাটসম্যানরা গতিময় এবং মন্থর দু ধরনের উইকেটেই ব্যাট করার প্রস্তুতি নিয়েছেন।