ধানবাদ: ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভরাডুবির জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানালেন প্রাক্তন ক্রিকেটার তথা উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহান। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত। রবি শাস্ত্রী খুব ভাল ধারাভাষ্যকার। ওকে ওই কাজটাই করতে দেওয়া উচিত।’
ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় ৪-১-এ হেরে গিয়েছে। এরপর থেকেই সমালোচিত হচ্ছেন শাস্ত্রী। একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। সেই দাবির সঙ্গে সহমত পোষণ করে চৌহান বলেছেন, ‘ভারতীয় দলের আরও ভাল পারফরম্যান্স দেখানো উচিত ছিল। দু’দলের মধ্যে খুব একটা ফারাক ছিল না। কিন্তু ভারতীয় দল ইংল্যান্ডের টেল এন্ডারদের মোকাবিলা করতে পারেনি।’
ট্রেন্টব্রিজ টেস্টে ভারতীয় দল জেতার পর শাস্ত্রী দাবি করেন, বর্তমান ভারতীয় দলই গত ১৫-২০ বছরে বিদেশ সফরে যাওয়া সেরা দল। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে চৌহান বলেছেন, ‘আমি শাস্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। আশির দশকে ভারতীয় দল বিশ্বের সেরা সফরকারী দল ছিল।’
ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হোক শাস্ত্রীকে, দাবি চেতন চৌহানের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2018 06:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -