নয়াদিল্লি: আর প্রায় ১ মাসের মত রয়েছে। এরপরই আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে নামবে দলগুলো। আইপিএলের প্রথম পর্বে যে তরুণরা নজর কেড়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়া। তরুণ এই পেস বোলার তাঁর দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। 


সম্প্রতি ট্যুইটারে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। রাজস্থান রয়্যালস তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে চেতন সাকারিয়ার। যেখানে দেখা যাচ্ছে যে জিলিপি ও ফাফড়ার প্লেট হাতে নিয়ে আছেন এই পেসার। গুজরাতি এই ডিশ খেতে দেখা যাচ্ছে তরুণ এই পেসারকে। ক্যাপশনে লেখা হয়েছে, 'ঠিকানা পাঠিয়ে দিও।' এরপরই তারই উত্তরে সাকারিয়া যে উত্তর দিয়েছেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। সাকারিয়া কমেন্ট বক্সে তারক মেহতা কি উলটা চশমা সিরিয়ালে যে পরিবারটি রয়েছে, তাঁদের বাড়ির ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ক্যাপশনে ঠিকানা হিসেবে লিখেছেন, 'পাওডার গাল্লি,  গোকুলধাম সোসাইটি'। চেতন সাকারিয়ার এই বুদ্ধিদ্বীপ্ত উত্তরেই মজেছেন তারক মেহতা কি উলটা চমশার ভক্তরা। আসলে এই সিরিয়ালে যে পরিবারটি রয়েছে, তাঁরা হল গুজরাতি কমিউনিটি। আর তাই ঠিকানায় গোকুলধাম সোসাইটির কথা উল্লেখ করেছেন চেতন। 


উল্লেখ্য, গুজরাতি এই তরুণ পেসারকে গত নিলামে রাজস্থান তাঁদের দলে নিয়েছিল। এরপরই দুর্দান্ত পারফর্ম করে সে। যার জন্য শ্রীলঙ্কা সফরে জাতীয় দলেও টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে সুযোগ চলে আসে সাকারিয়ার। আইপিএলের দ্বিতীয় লেগে ফের একবার সাকারিয়াকে রাজস্থানের জার্সিতে দেখা যাবে। আইপিএল স্থগিত হওয়া পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের দল। সেপ্টেম্বরের ২১ তারিখ পঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় পর্বে নিজেদের অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস। যদিও দ্বিতীয পর্বে রাজস্থান তাঁদের দলে পাবে না তিন তারকা ক্রিকেটার জস বাটলার, বেন স্টোকস ও জোফ্রা আর্চারকে।