নয়াদিল্লি: জোহানেসবার্গে ব্যাট হাতে অর্ধশতরান চেতেশ্বর পূজারার। কিন্তু, তার বহু আগেই আর-একটা হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যা নিয়ে শুগু হয়েছে প্রবল চর্চা। সোশ্যাল মিডিয়ায় হাসির হুল্লোড়।
জো’বার্গের ক্রিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন ডট বল খেলার হাফ সেঞ্চুরি করে ফেলেছেন পূজারা। ৫৪-তম বলে প্রথম রান করেন তিনি। এ-ব্যাপারেও কি তাঁর শিক্ষাগুরু দলের কোচ রবি শাস্ত্রীই? এই ওয়ান্ডারার্সের ২২ গজেই ডট বল খেলার রেকর্ড গড়েছিলেন রবি। ১৯৯২-৯৩ তে এখানেই ৬৮ টি ডট বল খেলার রেকর্ড গড়েছিলেন। ওই ম্যাচে ৬৮ টি ডট বল খেলার পর প্রথম রান করেছিলেন টিম ইন্ডিয়ার বর্তমান দ্রোণাচার্য। আর, চলতি টেস্টে ৫৪ বল খেলার পর প্রথম রানটি করেন পূজারা।
সেঞ্চুরিয়ন টেস্টেও তাঁকে নিয়ে কম হাসি-মস্করা হয়নি। ওই টেস্টে দু’টি ইনিংসেই রান আউট হয়েছিলেন পূজারা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁর এই কীর্তি।


৫৪ টি ডট বল খেললেও এদিন বিশ্বরেকর্ডের হাত থেকে বেঁচে গিয়েছেন পূজারা। ১৯৬২-তে ইংল্যান্ডের জে টি মারে ৭৯ টি ডট বল খেলার রেকর্ড গড়েন। অন্যদিকে, ভারতের রাজেশ চাহল ৫৭ টি ডট বল খেলার পর প্রথম রান করেন।
আসলে শুরুতেই দ্রুত উইকেট পড়ে গিয়েছিল ভারতের। তাই সাবধানী হয়ে পড়েন পূজারা। ৫৪ বল খেলে যখন প্রথম রানটি নিলেন পূজারা তখন ভারতের ড্রেসিংরুমেও মুচকি হাসি। তবে তিনি যে দৃঢ়তা ও সংযম এবং ধৈর্য্যে দেখিয়েছেন তা যথেষ্ট প্রশংসনীয়। কে এল রাহুল ও মুরলী বিজয় ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংস মজবুত করার লক্ষ্যে খেলেন তিনি। অর্ধশতরান করে আউট হন পূজারা।
ইনিংসের ২২ তম ওভারে খেলা শুরু হওযার দেড়ঘন্টা পর লুঙ্গি এনগিডির বল স্কোয়ারের পিছনে পাঠিয়ে খাতা খোলেন পূজারা।
পূজারার এতগুলি ডট বল খেলা নিয়ে হাসি, রসিকতা সোশ্যাল মিডিয়ায়।

হর্ষ ভোগলের ট্যুইট- পূজারা মিতাচারের অভ্যেস করছে।