লন্ডন: এজবাস্টন টেস্টে নজর কাড়তে পারেননি। কিন্তু ইংল্যান্ডের মাটিতে দুরন্ত ছন্দে রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে সাসেক্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই শতরান করলেন পূজারা। কম যান না তরুণ ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। ল্যাঙ্কাশায়ারের হয়ে মাত্র ৬৯ রান দিয়ে নিলেন চারটি উইকেট। অপরদিকে কেন্টের হয়ে খেলতে নেমে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৫৯ রানে ৩টি উইকেট তুলে নিলেন নভদীপ সাইনি।


কাউন্টি ক্রিকেটে এদিন অধিনায়ক হিসেবে অভিষেক হল ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদ্য, মিডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারার। আর অধিনায়ক হিসেবে অভিষেকের প্রথম দিনকে তিনি স্মরণীয় করে রাখলেন অপরাজিত শতরান করে। মিডলসেক্সের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম দিন শেষে সাসেক্সের স্কোর চার উইকেটে ৩২৮ রান। ক্রিজে ১১৫ রান করে অপরাজিত রয়েছেন পূজারা। ১৮২ বল খেলে মেরেছেন ১০ টি চার এবং ১ টি ছক্কা।


 






ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ব্যাকফুটে রয়েছে নর্দ্যান্টস দল। ম্যাচে এখন পর্যন্ত ২০ ওভার বল করে ৬৯ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। বল হাতে ছন্দে পেসার নভদীপ সাইনিও। কেন্ট বনাম ওয়ারউইকশায়ারের ম্যাচে তাঁর দল কেন্টকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন সাইনি। প্রথম ইনিংসে কেন্ট মাত্র ১৬৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে দিন শেষে ওয়ারউইকশায়ারের স্কোর ৬ উইকেটে ১৫৫ রান। ম্যাচে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন সাইনি।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নিরূপা গঙ্গোপাধ্যায়, কেমন আছেন সৌরভের মা?