হোভ: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) সাসেক্সের (Sussex) হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন বললেও কম বলা হয়। আজ মঙ্গলবার, হোভে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের শেষ গ্রুপ পর্বের ম্যাচেও ফের কথা বলল পূজারার ব্যাট। আবারও শতরান হাঁকালেন পূজারা।


স্বপ্নের ফর্মে পূজারা


চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখছেন পূজারা। আটটি ম্যাচে এই নিয়ে তৃতীয় শতরান করে ফেললেন তিনি। টেস্ট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত পূজারা শুধু শতরান করলেন না, করলেন মাত্র ৭৫ বলে। তাঁর ৯০ বলে ১৩২ রানের ইনিংস সাজানো ছিল ২০টি চার ও দুইটি ছক্কায়। পূজারার পাশাপাশি ওপেনার টম আলসপ ১৫৫ বলে ১৮৯ রানের ইনিংস খেলেন।


 






এই দুই ব্যাটারের দৌলতেই সাসেক্স নির্ধারিত ৫০ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে ৪০০ রান তোলে। এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় সাসেক্সের পরেই দ্বিতীয় স্থানে থাকা মিডলসেক্স জবাবে মাত্র ২৪৩ রানেই গুটিয়ে যায়। ফলে ১৫৭ রানের বিরাট ব্যবধানে জয় পায় সাসেক্স। পূজারা এর আগে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রান করেন। তবে সেই ম্যাচে সাসেক্সকে পরাজিত হতে হয়েছিল। এরপরের ম্যাচেই সারের বিরুদ্ধে লিস্ট এ ক্রিকেটে নিজের সেরা ইনিংসটি খেলে দলকে জেতান পূজারা। তিনি সেই ম্যাচে ১৭৪ রান করেন।


ভারতীয় ওয়ান ডে দলে ডাক পাবেন?


ডারহ্যামের বিরুদ্ধে একটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। এবার মিডলসেক্সের বিরুদ্ধে এল এই দুরন্ত শতরান। নিঃসন্দেহে হোভের মাঠটি ছোট। তবে পূজারা যে ফর্মে রয়েছেন এবং যেমন ধারাবাহিকভাবে রান করছেন, তাতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে ভারতীয় ওয়ান ডে দলে একবার সুযোগ দিয়ে পরখ করা যেতেই পারে। বিশেষত যেহেতু প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীনই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সীমিত ওভার বিশেষজ্ঞদের অনেকই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।


আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর, করোনা আক্রান্ত কোচ রাহুল দ্রাবিড়