নয়াদিল্লি: কন্যাসন্তানের বাবা হলেন চেতেশ্বর পূজারা। সোশ্যাল সাইটে নিজেই ঘোষণা করলেন সেই কথা।
ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত থাকলেও টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে দেশে বিজয় হজারে ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে অধিনায়কত্ব করছেন তিনি।
https://twitter.com/cheteshwar1/status/966952118509887489
তারই ফাঁকে, শুক্রবার, নিজের টুইটার অ্যাকাউন্টে বাবা হওয়ার কথা ঘোষণা করলেন এই ব্যাটসম্যান। স্ত্রী পূজাকে পাশে রেখে সদ্যোজাতকে হাতে নিয়ে ছবি পোস্ট করেন পূজারা। সেখানে তিনি লেখেন, স্বাগত খুদে। জীবনের নতুন ভূমিকার জন্য আনন্দিত ও উদ্দীপিত। আমরা প্রার্থনা করেছিলাম, আর সে এল।
গত ১ জানুয়ারি, পূজারা সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর সময়ই বলেছিলেন, শীঘ্রই তিনি বাবা হতে চলেছেন। তিনি লিখেছিলেন, এই বছর আমরা ছোট্ট খুশির অপেক্ষায় রয়েছি।