নয়াদিল্লি: ইংল্যান্ডে হতে চলা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হবে ২০ এপ্রিল। এমনটাই জানালেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। তিনি আশাবাদী, ভারতীয় দল আসন্ন বিশ্বকাপে ভাল ফল করবে এবং দেশকে গর্বিত করবে।
সূচি অনুযায়ী, ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে কোহলি-ব্রিগেড। প্রসাদ বলেন, আমি নিশ্চিত আমরা ভাল দল গড়ব। গত দেড় বছর ধরে আমরা বিভিন্ন ক্রিকেটারদের ওপর নজর রেখেছি, তাঁদের পারফরম্যান্স খতিয়ে দেখেছি। বিভিন্ন কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। আমরা নিশ্চিত, যে দল পাঠানো হবে, তারা বিশ্বকাপ জিতেই ফিরবে।