পিসিবি সোমবার বলেছে, টিম ম্যানেজার তালাত আলি ঘটনার শুনানি করেন। জরিমানার শাস্তি স্বীকার করে নিয়েছেন উমর।সেইসঙ্গে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
উমরের পার্টির ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে নাইট ক্লাবে দেখা যাচ্ছে।
পিসিবি কর্তা ওয়াসিম খান বলেছেন, উমর যে নিজের ভুল বুঝতে পেরেছে, এতে আমি খুশি। ও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচেও হেরেছে। শেষ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের ৩২৮ রানের দরকার ছিল। কিন্তু শেষপর্যন্ত সাত উইকেট হারিয়ে ৩০৭ রান করে পাকিস্তান।
পাকিস্তান সুপার লিগে ভালো পারফর্ম্যান্সের জন্য প্রায় আড়াই বছর পর পাকিস্তান দলে ফেরেন উমর।