অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর পার্টি, উমর আকমলের জরিমানা করল পিসিবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2019 03:07 PM (IST)
করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে হারের পর দুবাইতে গভীর রাত পর্যন্ত পার্টি করায় উমর আকমলকে তিরস্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেইসঙ্গে তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে। পিসিবি সোমবার বলেছে, টিম ম্যানেজার তালাত আলি ঘটনার শুনানি করেন। জরিমানার শাস্তি স্বীকার করে নিয়েছেন উমর।সেইসঙ্গে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। উমরের পার্টির ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে নাইট ক্লাবে দেখা যাচ্ছে। পিসিবি কর্তা ওয়াসিম খান বলেছেন, উমর যে নিজের ভুল বুঝতে পেরেছে, এতে আমি খুশি। ও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচেও হেরেছে। শেষ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের ৩২৮ রানের দরকার ছিল। কিন্তু শেষপর্যন্ত সাত উইকেট হারিয়ে ৩০৭ রান করে পাকিস্তান। পাকিস্তান সুপার লিগে ভালো পারফর্ম্যান্সের জন্য প্রায় আড়াই বছর পর পাকিস্তান দলে ফেরেন উমর।