পোর্ট অফ স্পেন: আসন্ন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন ক্রিস গেইল। ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তিনি সম্ভবত এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। ২০১০ সালের জুনে শেষবার একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের অধিনায়ক ছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।


এখনও পর্যন্ত ২৮৯টি একদিনের ম্যাচে ১০,১৫১ রান করেছেন গেইল। একদিনের ম্যাচে তাঁর সর্বোচ্চ রান ২১৫। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। এবার নয়া দায়িত্ব পেয়ে এই তারকা বলেছেন, ‘যে কোনও ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সম্মানের। এবারের বিশ্বকাপ আমার কাছে স্পেশাল। সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ক ও দলের বাকি সবাইকে সাহায্য করা আমার দায়িত্ব। এবারের বিশ্বকাপে সবচেয়ে  বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। আমাদের কাছ থেকে প্রত্যাশাও বেশি থাকবে। ওয়েস্ট ইন্ডিজের মানুষের জন্য আমরা ভাল খেলব বলেই বিশ্বাস করি।’

অন্যদিকে, আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের চলতি ত্রিদেশীয় সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শাই হোপ। এই ক্রিকেটারও জাতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার মর্যাদা পেয়ে উচ্ছ্বসিত।