আবু ধাবি: শনিবারই কী কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেল? ইউনিভার্সাল বস কিন্তু যা শোনালেন, তাতে তাঁর সমর্থকদের জন্য খুশির খবর রয়েছে। এখনও ক্রিকেটকে হয়ত বিদায় জানাচ্ছেন না তিনি। শনিবারই আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ক্যারিবিয়ানরা। সেই ম্যাচের পরই গেল জানিয়ে দিলেন যে সরকারিভাবে এখনও তিনি অবসর নেননি। আইসিসির ফেসবুক লাইভে গেল বলেন, 'দুর্দান্ত একটা কেরিয়ার। আমি এখনও সরকারিভাবে আমার অবসর ঘোষণা করিনি। আশা করি জামাইকায় নিজের ঘরের মাঠে শেষবার মাঠে নামার সুযোগ পাব আমি। শেষবারের মতো ঘরের মাঠে চেনা সমর্থকদের সামনে খেলার সুযোগ পাব আশা করি। তবে তেমনটা যদি না হয়, তবে আমিও ব্র্যাভোর তালিকায় নাম লেখাব। তবে আপাতত অবসরের ঘোষণা করছি না।'


তবে শনিবার বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন ইউনিভার্স বস। যে ম্যাচে চেনা 'সোয়াগ' বজায় রেখে ব্যাট করলেন সানগ্লাস চাপিয়ে। আন্তর্জাতিক কেরিয়ারের সম্ভবত শেষ বলে উইকেট নিয়ে প্রতিপক্ষকে করলেন আলিঙ্গন। ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৮ উইকেটে ম্যাচে হারিয়ে দিলেও তাই খেলার শেষপর্বে গেল ও ডোয়েন ব্রাভোকে তাই গার্ড অফ অনার দিলেন অস্ট্রেলিয়ানরা। ৫৬ বলে অপরাজিত ৮৯ করে ম্যাচে সেরা ডেভিড ওয়ার্নার নাচলেন 'চ্যাম্পিয়ন'-এর তালে।


ক্রিস গেল বা ডোয়েন ব্র্যাভো, ক্যারিবিয়ান ক্রিকেটের দুই টি২০ কিংবদন্তির কেউই ব্যাট-বলে সেভাবে এদিন সফল হননি। টি২০ বিশ্বকাপের মঞ্চে গ্রুপের পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় কার্যত এবারের বিশ্বকাপ থেকে তাদের বিদায়ঘণ্টাও পাকা হয়ে গেল। তবে ক্যারিবিয়ানদের বিদায়ের সঙ্গেই ব্রাভো ও গেলের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কার্যত ভারাক্রান্ত করে তুলেছিল ক্রিকেটপ্রেমীদের। যদিও দুজনই চেনা মেজাজে ক্রিকেটের পাশাপাশি গানে-নাচে বিদায় জানালেন বিশ্বকাপের মঞ্চকে। 


আরও পড়ুন: আজ এই ৩ আফগানই বাঁচিয়ে রাখতে পারেন ভারতের সেমিফাইনালে ওঠার স্বপ্ন