আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য ও ভারতীয় ক্রিকেট শিবিরের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেনতেন প্রকারে নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারিয়ে দিলেই সেমিফাইনালে উঠে যাবে ভারতীয় দল। আর যদি আফগানিস্তানের বিরুদ্ধে কিউয়িরা জয় ছিনিয়ে নেয়, তাহলেই এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে টিম বিরাটদের। কারণ মুখোমুখি সাক্ষাতে নিউজিল্য়ান্ড ভারতকে হারিয়ে দেওয়ায় পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। 


টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৪ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। সেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। ৪ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ফলে আফগানদের সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।


ভারতের বিরুদ্ধে ম্যাচে মুজিব উর রহমানকে খেলায়নি আফগান শিবির। তাঁর চোট ছিল। এই ম্যাচে মুজিব ফিরলে আফগান বোলিং আরও শক্তিশালী হবে নিঃসন্দেহে। অন্যদিকে শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কিউয়িরা। এই ম্যাচেও যদি উইলিয়ামসনরা জয় ছিনিয়ে নেন, তবে ভারতের শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।


 


কখন ও কোন সময়ে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?









 


 


কোথায় নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?


এই ম্যাচ খেলা হবে আবু ধাবি। 


 


কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?


নিউজিল্য়ান্ড বনাম আফগানিস্তান এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। 


 


কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?


এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।