মাদ্রিদ: স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে আর খেলতে দেখা যাবে না সিআর সেভেনকে। পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার যোগ দিলেন ইতালির ক্লাব জুভেন্তাসে। ফলে লা লিগায় আর দেখা যাবে না লিওনেল মেসি ও রোনাল্ডোর দ্বৈরথ।
গত নয় বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন রোনাল্ডো। ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন সি আর সেভেন।গতকালই জুভেন্তাসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রোনাল্ডো বলেছেন, তাঁর জীবনে একটা নয়া অধ্যায় শুরুর সময় চলে এসেছে।
২০২১ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল রিয়ালের। চুক্তি ভেঙে ৩৩ বছর বয়সি রোনাল্ডোকে নেওয়ার জন্য রিয়ালকে ১০৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল জুভেন্তাস। মঙ্গলবার সেই প্রস্তাব মেনে নেয় রিয়াল। রিয়ালে খেলেই মোট পাঁচবারের মধ্যে চারবার ব্যালন ডি’ওর হয়েছেন সিআর সেভেন।রিয়ালকে দুবার লা লিগা চ্যাম্পিয়নশিপ এবং ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব দিয়েছেন তিনি।
রিয়ালের ওয়েবসাইটে নিজের বিবৃতিতে রোনাল্ডো বলেছেন, এই ক্লাবের সঙ্গে যে সময়টা কাটিয়েছেন তা তাঁর জীবনের একটা দারুণ সুখের সময়। তিনি ক্লাবের কর্মকর্তা, সমর্থক ও শহরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, আসলে তাঁর জীবনে নয়া পর্ব শুরুর সময় চলে এসেছে। এজন্যই তিনি ক্লাবকে তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি মঞ্জুর করতে বলেছিলেন।
রিয়ালও তাদের তারকা ফুটবলারকে ধন্যবাদ জানিয়েছে।