মস্কো: আজ বিশ্বকাপের দ্বিতীয় মহা সেমিফাইনালে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। ইংরেজরা একবার বিশ্বকাপ জিতলেও সেই স্বপ্ন এখনও অধরা ক্রোয়েশিয়ার।
২০১৭-তে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের পর কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। দুটোই জিতেছে ইংরাজ বাহিনী। তিনে তিন করার অপেক্ষায় গ্যারেথ সাউথগেটের ছেলেরা। তুরুপের তাস, হ্যারি কেন!ইংল্যান্ড অধিনায়ক এ পর্যন্ত দেশের হয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ১৯টি।রাশিয়ায় এখনও পর্যন্ত ৬টি গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন।
স্টার্লিং, দালে আলি, জেসি লিনগার্ডদের নিয়ে তারুণ্য আর গতির মিশেলে বাজিমাত করতে চান ইংরেজ কোচ গ্যারেথ সাউথগেট। তাঁর মতোই স্বপ্ন সন্ধানী ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। বিশ্বকাপের মাসখানেক আগে তাঁকে দলের দায়িত্ব দিয়েছিলেন ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দাভর সুকের। ১৯৯৮-এর বিশ্বকাপে সেমিফাইনালে শেষ হয়ে গিয়েছিল দাভর সুকেরদের বিশ্বজয়ের আশা। এবার সুকের আশাবাদী, অধরা থেকে যাওয়া সেই স্বপ্ন পূরণ করতে পারবেন লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, ইভান পেরিসিচরা।
এ পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া ৮ বার মুখোমুখি হয়েছে। ৪ বার জিতেছে ইংল্যান্ড,
২ বার ক্রোয়েশিয়া।ড্র হয়েছে ২টি ম্যাচ।
এবার কি হবে? ১৯৬৬-র স্বপ্ন আবার ছুঁতে পারবে ইংল্যান্ড? ১৯৯৮-এর সেমিফাইনাল পর্ব পেরিয়ে ফাইনালে পৌঁছবে ক্রোয়েশিয়া? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্বপ্ন সন্ধানে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2018 11:13 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -